বেকারদের জন্য চাকরির ঝুলি নিয়ে হাজির রাজ্য! বিপুল পদে নিয়োগ, হাতছাড়া করলে লস

নিজস্ব প্রতিবেদন : প্রতিটি বেকার যুবক-যুবতী তাদের পড়াশুনো করার পর স্বপ্ন থাকে নিজের পায়ে দাঁড়ানোর। নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে প্রত্যেকেরই প্রথম লক্ষ্য থাকে সরকারি চাকরি (Government Job)। তবে সবার পক্ষে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। আবার দিন দিন রাজ্যে বেকার যুবক-যুবতীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সরকারি চাকরি পাওয়া একেবারেই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তবে এমন মুহূর্তেই বেকারদের জন্য চাকরির ঝুলি নিয়ে হাজির রাজ্য সরকার (West Bengal Government)।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সম্প্রতি ৩৯০টি শূন্যপদে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জারি করা এই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই হাসি ফোটাচ্ছে রাজ্যের বেকার যুবক যুবতীদের। কেননা এই ৩৯০ শূন্য পদের হাত ধরেই কারো না কারো কপালে জুটবে চাকরি। এই সকল শূন্য পদে চাকরির জন্য আবেদন না করলে লস।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে ৩৯০ টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই সকল শূন্য পদ মূলত নদীয়া জেলার জন্য। নদীয়া জেলার স্বাস্থ্য ও রোগী কল্যাণ সমিতি এই বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যেই এই বিষয়ে নদীয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। যে বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, জাতীয় স্বাস্থ্য মিশন এবং জাতীয় আয়ুশ মিশনের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক এপিডেমিওলজিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, মেডিকেল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্পেশালিস্ট মেডিকেল অফিসার যেমন মেডিসিন, পেডিয়াট্রিক্স, জিঅ্যান্ডও, চক্ষু বিশেষজ্ঞ, পরামর্শক, ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার, সমাজকর্মী এবং সহকারী, GNM-HCP, TBHV, সিনিয়র মেডিকেল অফিসার, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, মাল্টি রিহ্যাবিলিটেশন কর্মী, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কমিউনিটি নার্স, যোগ প্রশিক্ষক, মাল্টিটাস্কিং স্টাফ, অ্যাকাউন্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে।

এই সকল শূন্য পদে নিয়োগের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৪০ থেকে ৬২ বছর। যদিও চাকরিতে নিয়োগের নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হল ৬ নভেম্বর। যে সকল শূন্য পদে নিয়োগ করা হবে তাদের বেতন হবে ১০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা। আরও বিস্তারিত জানার জন্য নদীয়া জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট দেখা যেতে পারে।