নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের সিংহাসনে বসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) একের পর এক পদক্ষেপ নিচ্ছেন রাজ্যের বাসিন্দাদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সকল পদক্ষেপের ফলে রাজ্যের কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন। ঠিক সেই রকমই ইলেকট্রিক বিল (Electric Bill) এবং ইলেকট্রিক কানেকশন (Electric Conection) নিয়ে মমতা সরকার রাজ্যের বাসিন্দাদের জন্য দারুণ সব সুযোগ দিচ্ছে। এই সুযোগ হাতছাড়া করা মানে রীতিমত লক্ষ্মী হাত থেকে ছুঁড়ে ফেলা।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ইলেকট্রিক বিল এবং ইলেকট্রিক কানেকশনের ক্ষেত্রে এমন সুযোগ এই প্রথম দিচ্ছে না। এর আগে ২০২২ সালের শেষের দিকে যে দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প করা হয়েছিল তখন থেকেই এই সকল সুবিধা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী রাজ্যের বাসিন্দারা এমন সুযোগ পাবেন।
ইলেকট্রিক বিলের উপর ছাড় দেওয়ার যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী, যাদের ডোমেস্টিক বিদ্যুৎ বিল দীর্ঘদিন ধরে বকেয়া অবস্থায় পড়ে রয়েছে তারা সেই বিল পরিশোধ করতে চাইলে এমন ছাড় পাবেন। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সকল গ্রাহকদের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে তারা ৫০ শতাংশ ছাড় পাবেন বলে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে। এছাড়াও মুকুব করা হবে সার চার্জ। এইসবই করা হবে আবেদনের ভিত্তিতে।
এককালীন ৫০ শতাংশ বিদ্যুৎ বিল ছাড় দেওয়া হবে সেই সকল গ্রাহকদের যাদের ব্যক্তিগত অথবা বেনেফিশিয়ারি কমিটি দ্বারা পরিচালিত স্যালো, ডিপ টিউবওয়েল, আর এল আই সংক্রান্ত বিদ্যুৎ সংযোগ রয়েছে। এই সকল ক্ষেত্রে ছাড় পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জানাতে হবে। ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প এবং সেই ক্যাম্প চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
ইলেকট্রিক বিলের উপর ছাড় দেওয়ার পাশাপাশি নতুন করে যদি কেউ সংযোগ নিতে চান অর্থাৎ ইলেকট্রিক কানেকশন নিতে চান সে ক্ষেত্রেও নতুন ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে কানেকশন নেওয়ার জন্য নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে আবেদন জানাতে হবে এবং আবেদন জানানোর তিনদিনের মধ্যে সেই প্রক্রিয়া সেরে ফেলা হবে। তিনদিনের মধ্যে প্রক্রিয়া সেরে ফেলার পর চার দিনের মাথায় নতুন কানেকশন দেওয়া হবে।