বীরভূম সহ একাধিক জেলার জেলাশাসক স্তরে রদবদল

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোমবার রাজ্য সরকারের তরফ থেকে জেলাস্তরের জেলাশাসক সহ একাধিক আধিকারিকদের রদবদলের সিলমোহর দেওয়া হলো। রাজ্য সরকারের তরফ থেকে এদিন একটি নির্দেশিকা জারি করে, যাতে দেখা যায় বীরভূম সহ একাধিক জেলার জেলাশাসকদের রদবদল হচ্ছে। এই বদলি নিয়ম মাফিক বলেই প্রশাসনিক সূত্রে খবর।

Advertisements

সরকারি নির্দেশিকা অনুযায়ী, বীরভূমের নতুন জেলাশাসক হচ্ছেন IAS ডঃ বিজয়ী ভারতি। তিনি এযাবৎ পূর্ব বর্ধমানের জেলাশাসক ছিলেন। ২০০৫ ব্যাচের এই আইএএস অফিসারকে বীরভূমের জেলাশাসক করা হয়েছে। অন্যদিকে ২০০৭ ব্যাচের আইএএস অফিসার মৌমিতা গোদারা বসু, যিনি এযাবৎ বীরভূমের জেলাশাসক ছিলেন তাঁকে জলপাইগুড়ির জেলাশাসক করা হয়েছে।

Advertisements

Advertisements

এর পাশাপাশি উত্তর ২৪ পরগনার নতুন জেলাশাসক হলেন ২০০৯ ব্যাচের আইএএস অফিসার সুমিত গুপ্তা, দার্জিলিংয়ের নতুন জেলাশাসক হলেন ২০১০ ব্যাচের আইএএস অফিসার শশাঙ্ক শেঠি, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক হলেন ২০১২ ব্যাচের আইএএস অফিসার ভিবু গোয়েল। এর পাশাপাশি সচিবস্তরের বেশ কয়েকজন আইএএস অফিসারের দায়িত্বে রদবদল করা হয়েছে।

Advertisements