রাজ্যে এবার নতুন ড্রাইভিং লাইসেন্স, বিজ্ঞপ্তি জারি পরিবহন দপ্তরের

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে প্রায় অধিকাংশ নাগরিকদের বাড়িতেই রয়েছে যানবাহন। সবার বাড়িতে চারচাকা না থাকলেও অন্ততপক্ষে অধিকাংশ বাড়িতে জায়গা করে নিয়েছে দু’চাকা। আর এই চার চাকা বা দুই চাকা যাই হোক না কেন সেই সকল যানবাহন চালানোর অধিকার পেতে প্রয়োজন ড্রাইভিং লাইসেন্স (Driving License)। এবার এই ড্রাইভিং লাইসেন্স নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন ঘোষণা করা হলো।

করোনাকালে বিভিন্ন ক্ষেত্রে কাজে গতি হারানোর ফলে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে ব্যাঘাত লক্ষ্য করা গিয়েছে। ঠিক সেই রকমই ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে দেওয়া হতো কেবলমাত্র কাগজি লাইসেন্স। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফলে রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী মে মাস থেকে রাজ্য পরিবহন দপ্তর কাগজি লাইসেন্সের পরিবর্তে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতদিন বন্ধ থাকা পিভিসি লাইসেন্স আবার নতুন করে হাতে পাওয়া যাবে ২০২৩ সালের মে মাস থেকে। পিভিসি ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট গাড়ির চালক অথবা মালিকদের ক্ষেত্রে অনেক উপকারী।

নতুন যে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে তাতে থাকবে এমবেডেড চিপের পরিবর্তে একটি QR কোড। তবে নতুন এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে আলাদা একটি ফি দিতে হবে বলে জানা গিয়েছে এক আধিকারিক সূত্রে। এই সকল নথি কেন্দ্রীয় ডেটাবেস ‘সারথি’, এবং রেজিস্ট্রেশনের জন্য ‘বাহন’ ডেটাবেসের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

এর পাশাপাশি রাজ্য পরিবহন দপ্তরের আলাদা পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী গাড়ির অবস্থান ট্র্যাকিংয়ের ডিভাইস(VLTD) বসানোর গতিও বৃদ্ধি করা হবে। এই ট্র্যাকিং ডিভাইস যাত্রীবাহী এবং পণ্যবাহী সরকারি ও বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে।