দিপাবলীতে বাজি না পোড়ানোর আহ্বান রাজ্য সরকারের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোয় যেভাবে সরকারকে সহযোগিতা করেছিলেন সেই ভাবে এবার কালী পুজো এবং দীপাবলিও পালন করুন। পাশাপাশি শব্দ বাজি পোড়াবেন না। এই ভাবেই মঙ্গলবার রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাসিন্দাদের কাছে আবেদন জানালেন।

Advertisements

Advertisements

মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই সকল আবেদন করার পাশাপাশি জানান, দূর্গা পূজার মত কালীপুজোয় যে প্যান্ডেল হবে তার মাথায় ছাউনি থাকলেও চারপাশ খোলা থাকবে। পাশাপাশি কালীপুজোর বিসর্জনের কোনরকম শোভাযাত্রা হবে না।

Advertisements

এর পাশাপাশি মুখ্যসচিব আরও জানান, করোনা পরিস্থিতিতে রাজ্যের বহু মানুষ কোমরবিটিতে ভুগছেন, আবার বহু মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন। ফলে শব্দ বাজি ফাটানো হলে যে দূষণের সৃষ্টি হবে সেই দূষণ এই সকল করোনা রোগীদের জন্য চরম ক্ষতিকর হতে পারে। নিষিদ্ধ বাজি ছাড়াও অন্যান্য বাজিও ফাটানো যাবে না।

অন্যদিকে সংক্রমণের কথা মাথায় রেখে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে বাজি পোড়ানো বন্ধ এবং কালী পূজোর বিধি নিষেধ সম্পর্কে। যে মামলার রায় আগামী ৫ ই নভেম্বর বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisements