পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা, সেপ্টেম্বরেই দেবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের (West Bengal Government) তরফ থেকে বছরের বিভিন্ন সময় রাজ্যের বাসিন্দাদের জন্য নানান প্রকল্প চালু করা হয়ে থাকে। এই সকল প্রকল্প চালু করা হয় মূলত রাজ্যবাসীদের সার্বিক উন্নয়নের জন্য। বিশেষ করে তৃণমূল সরকারে আসার পর এই সকল প্রকল্পের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। সাধারণ সব প্রকল্পের পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে আলাদা করে পড়ুয়াদের (Students) জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে।

রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের পড়ুয়াদের জন্য যে সকল প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে বেশ কিছু প্রকল্পের মধ্য দিয়ে সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। এছাড়াও বছর বছর রয়েছে স্কলারশিপ সহ বিভিন্ন সুযোগ-সুবিধা। সেই সকল প্রকল্পের মধ্যেই এবার একটি প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের পড়ুয়াদের অ্যাকাউন্টে দেওয়া হবে ১০০০০ টাকা। সেপ্টেম্বর মাসেই এই টাকা দেওয়া হবে।

আগামীকাল অর্থাৎ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের অ্যাকাউন্টে এই টাকা দেবে রাজ্য সরকার। এখন প্রশ্ন হলো কারা সেই টাকা পাবেন এবং কেন? রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা দেওয়া হবে তরুণের প্রকল্প থেকে। শিক্ষা সংস্কার প্রকল্পের অঙ্গ হিসাবে ২০২১ সালে এই প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো প্রযুক্তির সঙ্গে তালে তাল মিলিয়ে পড়াশোনার সংযোগ স্থাপন করা।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের আওতায় রাজ্যের পড়ুয়াদের স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার ইত্যাদি কেনার জন্য আর্থিক সাহায্য করা হয়ে থাকে। পড়ুয়ারা যাতে অফলাইন ছাড়াও অনলাইনে পড়াশোনা করে নিজেদের মেধা আরও বৃদ্ধি করতে পারে সেই কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্মার্টফোন কেনার জন্য ১০০০০ টাকা দেবে রাজ্য সরকার।

তবে এই প্রকল্পের আওতায় টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্তের মধ্যে অন্যতম একটি শর্ত হলো, পড়ুয়ার অভিভাবকের বার্ষিক আয় হতে হবে ২ লক্ষ টাকার কম। যারা এই প্রকল্পের আওতায় টাকা পাবেন তাদের অবশ্যই ভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অধীনস্থ সরকারি স্কুল অথবা মাদ্রাসার পড়ুয়া হতে হবে। এই টাকা এককালীন দেওয়া হয়।