After eviction of hawkers, Govt has taken strict action against toto in Diamond Harbour: সম্প্রতি রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে হকারদের সরানো এবং টোটো নিয়ন্ত্রণ করা উদ্যোগ নিয়েছে। টোটোর দৌরাত্ম্য দিনকে দিন সব জায়গাতেই বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় এই কারণে সৃষ্টি হচ্ছে যানজট। রাস্তায় যাতায়াত করা সাধারণ মানুষের পক্ষে অচল হয়ে দাঁড়িয়েছে। একই চিত্র ডায়মন্ড হারবারেও। তবে সেখানেও ফুটপাথ থেকে রাস্তা ঘাট প্রায় সবটাই চলে গিয়েছে হকার এবং টোটোর দখলে। স্থানীয়রা বহুদিন ধরেই টোটোর দৌরাত্ম্য কমানোর চেষ্টা করে গেছে। দীর্ঘদিন ধরে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) স্থানীয়রা দাবি করেছে যানজট কমানোর জন্য।
তবে সাম্প্রতিক সময়ে প্রশাসনের উদ্যোগে বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় ডায়মন্ড হারবার (Diamond Harbour) শহরে যান জটের সমস্যা অনেকটাই মিটেছে। যার ফলে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছেন শহরবাসীরা। শহরে গণহারে টোটো ঢোকা বন্ধ করেছে পুরসভা তারফলে আগের অবস্থায় অনেকটাই পরিবর্তন এসেছে।
ডায়মন্ড হারবারের (Diamond Harbour) মধ্য দিয়ে চলে গেছে ১১৭ নং জাতীয় সড়ক। এমনকি এই জাতীয় সড়কের দুপাশে রয়েছে ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলি। রাজ্যের এই শহরে বরাবর টোটোর কারণে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। প্রায় আড়াই হাজারেরও বেশি টোটো রয়েছে ডায়মন্ড হারবার শহরে। কিন্তু এখন চিত্রটি সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে।
আরও পড়ুন ? Toto License: হকার উচ্ছেদ অতীত! এবার ফাঁদে টোটো, বাড়বাড়ন্ত ঠেকাতে নতুন লাইসেন্স ব্যবস্থা রাজ্যে
টোটো বন্ধ থাকায় ডায়মন্ড হারবার একেবারেই ফাঁকা যানজটমুক্ত হয়ে গেছে। আগের শহরের সঙ্গে এই ফাঁকা শহরের কোন মিল নেই। ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস জানিয়েছেন, এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চ আদালতের নির্দেশ মেনে। স্থানীয় বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে এই ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
এখন থেকে ডায়মন্ড হারবার শহরের সমস্ত টোটো বাইপাসের রাস্তা দিয়ে যাতায়াত করবে। কিন্তু যেসব টোটো রিজার্ভ করা তারা শহরের মধ্যে দিয়ে যাতায়াত করার সুযোগ পাবে। টোটো চালকের এখন শহরের মধ্যে দিয়ে আর যাতায়াত করবে না তাদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। জেটিঘাট থেকে টোটো এসে বাটা পাম্পের মোড় থেকে ভিতরে ঢুকে বাইপাস ধরে যাবে কপাটহাট, টোল ট্যাক্স মোড় পর্যন্ত। আবার কপাট হাট থেকে টোটো যাতায়াত করবে টোল ট্যাক্স পর্যন্ত। এর ফলে মূল শহরের যানজট অনেকটাই কম হবে।