সুখবর, বাড়তে চলেছে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একদিকে কেন্দ্র বেশকিছু খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করে কৃষকদের সুখবর দিয়েছে। আর এই সুখবরের পাশাপাশি এবার পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য আলাদা করে সুখবর দিল সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা খুব তাড়াতাড়ি বাড়তে চলেছে তার ইঙ্গিত মিলল বৃহস্পতিবার।

Advertisements

Advertisements

একুশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে কৃষকদের জন্য ঘোষণা করেছিলেন তাদের কৃষক বন্ধু প্রকল্পের সহায়ক মূল্য দ্বিগুণ করা হবে। আর তৃতীয়বার সরকারে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় রাজ্য মন্ত্রিসভা বৃহস্পতিবার সম্মতি দিল।

Advertisements

পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকেরা এযাবত সহায়ক মূল্য হিসাবে বছরে ৫০০০ টাকা করে পেতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তৃতীয়বার সরকারে এলে এই সহায়ক মূল্য দ্বিগুণ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্য মন্ত্রিসভা এই সম্মতি দেওয়ার সাথে সাথে আগামী দিনে এই প্রকল্পের আওতায় থাকা কৃষকেরা বছরে ১০ হাজার টাকা করে সহায়ক মূল্য পাবেন।

রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দিয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পের আওতায় থাকা কৃষকেরা আরও বেশ কিছু সুবিধা পেয়ে থাকেন। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের কৃষকদের জন্য আরও বেশ কিছু সুবিধা দিয়ে থাকে। আর এই প্রকল্পের আওতায় এবার ভাতা বৃদ্ধির উপর মন্ত্রিসভার সম্মতিতে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের কৃষক মহল।

যদিও এই প্রকল্পের আওতায় থাকা কৃষকদের ভাতা কবে থেকে দ্বিগুণ করা হবে তা এখনো ঘোষণা করা হয়নি রাজ্য সরকারের তরফে। তবে যেদিন থেকেই ঘোষণা করা হোক না কেন উপকৃত হবেন রাজ্যের কৃষক বন্ধুরা।

Advertisements