নিজস্ব প্রতিবেদন : সুরাপ্রেমীরা সবসময় চান হাতের কাছে মদের দোকান। এবার তাদের সেই ইচ্ছে যেন পূরণ হতে চলেছে। কেননা জেলায় জেলায় বর্তমানে যে সংখ্যক মদের দোকান রয়েছে তার থেকে আরও বেশি মদের দোকান করার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। ফ্রাঞ্চাইজি দিয়ে এই সকল মদের দোকানের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ।
হরিণঘাটার মাংস, বাংলার ডায়েরি দুগ্ধজাত জিনিসপত্র সহজেই মানুষের হাতের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেভাবে ফ্রাঞ্চাইজি দেওয়া হয় ঠিক সেই ভাবেই জেলায় জেলায় মদের দোকান খোলার জন্য রাজ্য সরকারের তরফ থেকে ফ্রাঞ্চাইজি দেওয়া হবে। প্রাথমিকভাবে এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য উত্তরবঙ্গের তিন জেলাকে বেছে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে উত্তরবঙ্গের যে তিন জেলাকে বেছে নেওয়া হয়েছে সেই তিন জেলায় ফ্রাঞ্চাইজি দিয়ে যে সকল মদের দোকান খোলা হবে সেখানে পাওয়া যাবে দেশি, বিদেশি ব্র্যান্ডের মদ। অর্থাৎ ফরেন লিকারের পাশাপাশি থাকবে দেশি লিকারও। ওয়াকিবহাল মহল মনে করছে, আয় বৃদ্ধি করে রাজকোষ ভরাতে রাজ্য সরকারের তরফ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে উত্তরবঙ্গের যে তিনটি জেলাকে বেছে নেওয়া হয়েছে সেই তিনটি জেলা হলো আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং। এই তিন জেলাতেই খোলা হবে ‘বেভকো রিটেল শপ’। এই ধরনের ফ্রাঞ্চাইজি পেতে হলে রাজ্যের আবগারি দপ্তরকে এককালীন টাকা দিতে হবে যারা ফ্রাঞ্চাইজি নিতে চান।
সূত্র মারফত জানা যাচ্ছে, এই ধরণের ফ্রাঞ্চাইজি নেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েত এলাকায় দিতে হবে এক লক্ষ টাকা, পৌরসভা এলাকায় দিতে হবে দেড় লক্ষ টাকা এবং পৌর নিগম এলাকায় দিতে হবে চার লক্ষ টাকা। এছাড়াও বছরে ফি বাবদ পঞ্চায়েত এলাকায় দিতে হবে ১৫ হাজার টাকা, পৌরসভায় এলাকায় দিতে হবে ৩০ হাজার টাকা এবং পৌরনিগম এলাকায় দিতে হবে ৫০ হাজার টাকা। যদিও লভ্যাংশের অংশ থেকে কে কতটা পাবে তা নিয়ে টেন্ডার ডাকা হচ্ছে।
মদের দোকানের এই ধরনের ফ্রাঞ্চাইজি পাওয়ার ক্ষেত্রে প্রয়োজন ন্যূনতম ১০০ বর্গফুটের দোকান ও ১০০ বর্গফুটের গুদাম। আউটলেট কিভাবে সাজানো হবে সেই নকশা রাজ্য সরকারের দেওয়া নকশা অনুযায়ী করতে হবে। এছাড়াও এই ধরনের ফ্রাঞ্চাইজি নেওয়ার ক্ষেত্রে কর্মী নিয়োগ এবং তাদের বেতন সরকারি নিয়ম অনুযায়ী হবে। এছাড়াও নতুন ফ্রাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েত এলাকায় তিন কিলোমিটারের মধ্যে কোন মদের দোকান থাকলে হবে না। পৌরসভার ক্ষেত্রে এই নিয়ম ২ কিলোমিটারের জন্য লাগু হচ্ছে এবং পৌর নিগম এলাকার জন্য এক কিলোমিটার।