বাংলার কপালে জুটতে চলেছে আরও ৪টি বন্দে ভারত, রুট জানলে অবাক হবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ কেবলমাত্র ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। ভারতীয় রেলের এই ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। যাত্রী চাহিদা এবং যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল নানান পরিবর্তন আনছে তাদের পরিষেবার ক্ষেত্রে।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে পরিকাঠামোগত দিক দিয়ে বিভিন্ন পরিবর্তন আনার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশীয় প্রযুক্তির এই ট্রেন বুলেট ট্রেনের আদলে তৈরি এবং এর গতিবেগ দেশের অন্যান্য ট্রেনের তুলনায় বেশি। যে কারণে নতুন এই ট্রেন নিয়ে প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে আশা প্রত্যাশা।

Advertisements

সম্প্রতি দেশে ১১টি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে ছুটে চলেছে। এই সকল রুটের মধ্যে একটি ট্রেন রয়েছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। অর্থাৎ এখনো পর্যন্ত বাংলার শিকেয় একটি বন্দে ভারত এক্সপ্রেস জুটেছে। তবে সূত্র মারফত যা খবর মিলছে তাতে আরও ৪টি বন্দে ভারত এক্সপ্রেস খুব তাড়াতাড়ি বাংলার কপালে জুটতে চলেছে।

Advertisements

নতুন যে চারটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করবে সেই রুটগুলি সম্পর্কে যা তথ্য পাওয়া গিয়েছে তা হল শিয়ালদহ-পুরী, হাওড়া-পটনা, হাওড়া-রাঁচি এবং হাওড়া-বারাণসী। এই বিষয়ে সোমবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা জানিয়েছেন, এই সকল রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর জন্য কার্যত সম্মতি দেওয়া হয়েছে রেল বোর্ডের তরফ থেকে। তবে কয়েক জায়গায় বাধা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এর পাশাপাশি রেলের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, হাওড়া থেকে দিল্লি যে বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে তার গতিবেগ থাকবে ঘন্টায় ১৬০ কিলোমিটার। অর্থাৎ বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের তুলনায় হাওড়া দিল্লি রুটের বন্দে ভারত এক্সপ্রেসটি ঘন্টায় ৩০ কিলোমিটার বেশি গতিবেগে ছুটবে। রাজধানী এক্সপ্রেসের রুটেই চালানো হবে বন্দে ভারত এক্সপ্রেস। যদিও এই সকল বন্দে ভারত এক্সপ্রেস কবে চালু হবে তা সঠিকভাবে জানাতে পারেননি জেনারেল ম্যানেজার অরুণ আরোরা।

Advertisements