জমে উঠবে ‘দুয়ারে মদ’ প্রকল্প, ফের পরিকল্পনা, নয়া উদ্যোগ রাজ্যের

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে গত দু’বছর ধরে রাজ্যে সরকারের সবচেয়ে বড় আয়ের উৎস হল মদ। করোনাকালের আগের তুলনায় গত দুই বছরে রাজ্যে বিপুল পরিমাণে বেড়েছে মদ বিক্রি। মদ বিক্রি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের আয় বেড়েছে বিপুল পরিমাণে। এরই মধ্যে রাজ্য সরকার এই মদ বিক্রির প্রকল্পকে আরও সাজিয়ে তুলতে ‘দুয়ারে মদ’ প্রকল্প আনার পরিকল্পনা গ্রহণ করেছে।

ইতিমধ্যেই এই প্রকল্প চালু করার জন্য রাজ্য সরকারের আবগারি দপ্তর একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তবে সেই সকল পদক্ষেপ ছাড়াও এই প্রকল্পকে আরও সাজিয়ে তুলতে ফের নতুন পরিকল্পনা এবং নতুন উদ্যোগ গ্রহণ করছে রাজ্য আবগারি দপ্তর। ইতিমধ্যেই চারটি সংস্থার সঙ্গে কথাবার্তা পাকা হয়ে গিয়েছে। তবে তার মধ্যেই রাজ্য আবগারি দপ্তর চাইছে আরও সংস্থা এই প্রকল্পের জন্য এগিয়ে আসুক।

বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়ার পরিপ্রেক্ষিতে গত বছরের আগস্ট মাসে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য আবগারি দপ্তর। সেই বিজ্ঞপ্তিতে বলা হয় যে সকল সংস্থা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চান তারা আবেদন করতে পারবেন। যেসকল সংস্থা এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আগ্রহ প্রকাশ করে তাদের মধ্যে চারটি সংস্থার সঙ্গে জানুয়ারি মাসে চুক্তি হয় আবগারি দপ্তরের। এখন ঠিক হয়েছে আরও সংস্থার আবেদন গ্রহণ করা হবে। এর পরিপ্রেক্ষিতে ফের গত সপ্তাহে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এর আগেও করোনাকালে রাজ্য আবগারি দপ্তর এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল। তবে সেক্ষেত্রে আবগারি দপ্তরের নিজস্ব ওয়েবসাইট থেকে অর্ডার নেওয়ার পর স্থানীয় ভাবে তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এবার এই প্রকল্পকে পাকাপাকিভাবে চালু করার জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধা হচ্ছে। রাজ্য সরকারের আবগারি দপ্তরের তরফ থেকে এই ব্যবস্থার নাম ‘ই-রিটেল’ দেওয়া হলেও পশ্চিমবঙ্গে এখন এই প্রকল্প ‘দুয়ারে মদ’ নামে প্রচলিত হয়েছে।

দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অগ্রিম ২৫০০০ টাকা দিয়ে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন করতে হচ্ছে সংস্থাগুলিকে। ইতিমধ্যেই অনেক সংস্থা এর জন্য আবেদন করেছে। তবে তার মধ্যে চারটি সংস্থাকে আপাতত বেছে নেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য। এই চারটি সংস্থা হল বাজিমাত ড্রিংকস, নেচারস বাস্কেট, দুনজো ডিজিটাল এবং প্লটিনাস অ্যানালিটিকা। এই সংস্থাগুলি একটি কলকাতার এবং বাকিগুলি একটি মুম্বই, বেঙ্গালুরুর ও চেন্নাইয়ের সংস্থা।