মাধ্যমিক পাশেই পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির সুযোগ, রইলো আবেদন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে সরকারি একাধিক শূন্যপদে ঢালাও নিয়োগ শুরু করছে রাজ্য সরকার। আর এই সকল নিয়োগের পাশাপাশি বিজ্ঞপ্তি জারি হয়েছে পুলিশের শূন্যপদে নিয়োগেরও। কনস্টেবল, মহিলা কনস্টেবল, ইন্সপেক্টর এবং সাব-ইন্সপেক্টর মিলে মোট ৯,৭২০ শূন্যপদে নিয়োগ করা হবে। যাদের মধ্যে পুরুষ ও মহিলা কনস্টেবলের শূন্যপদ ৮,৬৩২ টি। যেগুলিতে রাজ্যের মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

পুরুষ ও মহিলা কনস্টেবলে নিয়োগের মোট শূন্যপদ : পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে সম্প্রতি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে দেখা যাচ্ছে মোট ৮,৬৩২ জন কনস্টেবল নিয়োগ করা হবে।

যাদের মধ্যে পুরুষ কনস্টেবলের শূন্যপদ হলো ৭,৪৪০ টি এবং মহিলা কনস্টেবলের শূন্যপদ হল ১,১৯২ টি।

শিক্ষাগত যোগ্যতা : এই সকল শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীকে ন্যূনতম যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি আবেদনকারীর বাংলায় লিখতে, পড়তে এবং কথা বলার ক্ষমতা সম্পন্ন হতে হবে। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলার আবেদনকারীদের ক্ষেত্রে বাংলা ভাষায় কথা বলা, লেখা অথবা পড়ার নিয়ম লাগু নয়।

বয়সসীমা : বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনকারীদের বয়স ২০২১ সালের ১লা জানুয়ারির হিসাবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি ও উপজাতির আবেদনকারীরা সর্বোচ্চ পাঁচ বছর এবং ওবিসি আবেদনকারীরা সর্বোচ্চ তিন বছরের ছাড় পাবেন।

আবেদন ফি : আবেদন করার ভিত্তির উপরে আলাদা আলাদা আবেদন ফি-র কথা বলা হয়েছে। তবে সর্বনিম্ন ১৭৫ টাকা থেকে সর্বোচ্চ ২০৬ টাকা খরচ হবে আবেদন করার জন্য। তপশিলি জাতি ও উপজাতির আবেদনকারীদের খরচ করতে হবে মাত্র ২০ টাকা।

এর পাশাপাশি নিয়োগের আগে মাঠ পরীক্ষা, শারীরিক মাপজোক এবং লিখিত পরীক্ষা রয়েছে। এ সম্পর্কিত আরও বিস্তারিত আবেদনকারীরা জানতে পারবেন wbpolice.gov.in ওয়েবসাইটে।

অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীরা সরাসরি http://wbprb.applythrunet.co.in/PostDetail.aspx?E=EiUB5OIbEnvdq6f1lb1IEw%3d%3d লিঙ্কে যেতে পারেন। আবেদন করার শেষ সময়সীমা হলো আগামী ২০ই ফেব্রুয়ারি বিকেল ৫ টা।