নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের তরফ থেকে রাজ্যের চাকরিপ্রার্থীদের সুখবর দেওয়া হল। সুখবর অনুযায়ী ১১ হাজারের বেশি নিয়োগ করা হবে পুলিশে। প্রথমে ১০ হাজার ২৫৫ শূন্যপদে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হলেও পরে শূন্যপদের সংখ্যা আরও বাড়িয়ে করা হয়েছে ১১৭৪৯। অর্থাৎ ১১ হাজারের বেশি পুলিশ নিয়োগ (WB Police Recruitment) করতে চলেছে রাজ্য পুলিশ।
এই বিপুল সংখ্যক শূন্যপদে যে সকল চাকরি প্রার্থীরা নিয়োগ পেতে চান তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ অথবা স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। যারা এই বিপুলসংখ্যক শূন্যপদে আবেদন করবেন তাদের বাংলা ভাষায় সাবলীল হতে হবে। যদিও ভাষা সম্পর্কিত এই শর্ত দার্জিলিং ও কালিম্পং জেলার বাসিন্দাদের জন্য প্রযোজ্য নয়।
যে সকল চাকরি প্রার্থীরা রাজ্য পুলিশের এই বিপুলসংখ্যক শূন্যপদে আবেদনের জন্য ইচ্ছুক তাদের অনলাইনে আবেদন করতে হবে। শূন্যপদ এবং অনলাইনে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpolice.gov.in এ। অনলাইনে আবেদন গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আবেদন করার শেষ দিন হল আগামী ৫ এপ্রিল ২০২৪।
যে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করবেন তাদের সাধারণ শ্রেণীর আবেদনকারীদের আবেদন ফি হিসেবে ১৭০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর আবেদনকারীদের ২০ টাকা ফি হিসাবে ব্যাংকে জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে এক ঘন্টার লিখিত পরীক্ষা হবে এবং শারীরিক মাপঝোক, সক্ষমতা ও ইন্টারভিউ পদ্ধতিতে নিয়োগ করা হবে।
নিয়োগের ক্ষেত্রে মহিলা এবং পুরুষ উভয়ই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। পুরুষদের জন্য ৮২১২ এবং মহিলাদের জন্য ৩৫৩৭ অর্থাৎ মোট ১১৭৪৯ জন আবেদন করতে পারবেন। এছাড়াও সাধারণ শ্রেণীর সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর সিভিক ভলেন্টিয়ার ও গ্রামীণ পুলিশদের রাজ্য পুলিশে নিয়োগ হওয়ার জন্য শতাধিক শূন্য পদ সংরক্ষিত রাখা হয়েছে।