ডিসেম্বরে খুলতে পারে স্কুলের দরজা, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অবশেষে ডিসেম্বর মাসে পুনরায় খুলতে পারে রাজ্যের স্কুল-কলেজের দরজা। সোমবার এমনই ইঙ্গিত পাওয়া গেল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যে। তবে কবে থেকে পুনরায় স্কুলের দরজা খোলা হবে তা তিনি স্পষ্ট করে জানান নি।

Advertisements

Advertisements

তিনি সোমবার জানিয়েছেন, অতিমারি পরিস্থিতিতে পড়ুয়াদের সুরক্ষার দিকটি বিবেচনা করে দেখা হচ্ছে। অন্যদিকে পুনরায় স্কুল খোলার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Advertisements

রবিবার রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় একটি নির্দেশিকা জারি করে জানান, রাজ্যের অঙ্গনওয়াড়ি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। আর এই সময়কালে পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা কেউই শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে প্রবেশের অনুমতি পাচ্ছেন না। অন্যদিকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “শুধু স্কুল খুললেই হবে না, স্কুল চালাতে হবে। আলোচনা চলছে পড়ুয়াদের ভাগ ভাগ করে স্কুলে আনা যায় কিনা।”

পুজোর আগে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী মনে করা হচ্ছিল দীপাবলি অর্থাৎ কালী পুজোর পরেই পুনরায় খুলে যেতে পারে স্কুল-কলেজের দরজা। কিন্তু নভেম্বর মাসে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী ৩০ শে নভেম্বর পর্যন্ত তা আর সম্ভব নয়। তবে ডিসেম্বর মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যথেষ্ট ইঙ্গিত মিলেছে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে কিভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খুলে পড়ুয়াদের পুনরায় প্রতিষ্ঠান মুখী করা যায়।

Advertisements