নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের বাসিন্দাদের দ্রুত টিকাকরণের জন্য এবার রাজ্য সরকারের তরফ থেকে নিয়ে আসা হল একটি নতুন অ্যাপ। যে অ্যাপের মাধ্যমে কেন্দ্র সরকারের কো-উইন অ্যাপের উপর নির্ভর না হয়েই টিকা নেওয়ার জন্য স্লট বুক করা যাবে। এই নতুন অ্যাপ ছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকার স্লট বুক করার উপায় আনল রাজ্য সরকার।
রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন অ্যাপ আনা হয়েছে তার নাম হলো ‘CVR’। এই অ্যাপের মাধ্যমে রাজ্যের বাসিন্দা প্রথম অথবা দ্বিতীয় যে কোন ডোজের জন্য নিজেদের স্লট বুক করতে পারবেন। এই অ্যাপে স্লট বুকিং করার জন্য কো-উইন অ্যাপের মতই রেজিস্টার করতে হবে এবং রেজিস্টার হয়ে গেলে যেদিন টিকা নিতে চান সেই দিন বেছে নিতে হবে।
এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকাকরণের স্লট বুকিং করার জন্য রাজ্য স্বাস্থ্য ভবনের তরফে দেওয়া ‘8335999000’ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যাসেজ করে স্লট বুকিং করতে পারবেন গ্রাহকরা। এই নম্বরে ম্যাসেজ করার সাথে সাথে ধাপে ধাপে প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে। সেই সকল তথ্য প্রদানের মধ্য দিয়েই বুকিং সম্পন্ন হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্য সরকার টিকাকরণের জন্য নতুন এই দুটি পদ্ধতি আনাই টিকাকরণের গতি আগের তুলনায় অনেকটাই বাড়বে। অন্যদিকে আবার অনেকেই মনে করছেন কেন্দ্রের পাল্টা হিসেবে রাজ্য সরকার এই সকল পদক্ষেপ নিয়েছে। রাজ্য সরকারকে এর আগেও টিকাকরণ কেন্দ্রের পাল্টা হিসেবে একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে। যেমন সার্টিফিকেট, আলাদা করে ওয়েবসাইট লঞ্চ করা ইত্যাদি। তবে সে যাই হোক, এই সকল নতুন নতুন পদ্ধতির আগমনে উপকৃত হবেন রাজ্যের বাসিন্দারাই বলে মনে করা হচ্ছে।