সুখবর, রাজ্য সরকারের নয়া প্রকল্প, উপকৃত হবেন হাজার হাজার ডেলিভারি বয়রা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের শাসনভার তৃণমূলের হাতে যাওয়ার পর রাজ্যের প্রতিটি শ্রেণীর মানুষদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প (Government Scheme) চালু করা হয়েছে। এই সকল প্রকল্পের সুবিধা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন। তবে এখনো রাজ্য সরকার নতুন নতুন প্রকল্প চালু করতে কোথাও খামতি রাখছে না। প্রায়শই কোন না কোন খাতে সাধারণ মানুষদের সুবিধার জন্য কোন না কোন প্রকল্প চালু করার জন্য পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার (West Bengal Government)।

Advertisements

ঠিক সেই রকমই এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প চালু করার জন্য উদ্যোগ নেওয়া হলো। রাজ্য সরকারের তরফ থেকে নতুন যে প্রকল্প চালু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে সেই প্রকল্প মূলত রাজ্যের ডেলিভারি বয় (Delivery Boy) এবং ডেলিভারি গার্লদের জন্য। বর্তমানে রমরমিয়ে অনলাইন ডেলিভারি অ্যাপের ব্যবহার বেড়ে যাওয়াই এই পেশার সঙ্গে যুক্ত হয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। বর্তমানে এর সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ। এই বিপুলসংখ্যক মানুষদের কথা মাথায় রেখে এবার রাজ্য সরকার নতুন প্রকল্প চালু করতে চলেছে।

Advertisements

রাজ্য সরকারের তরফ থেকে নতুন যে প্রকল্প চালু করা হচ্ছে তা মূলত ডেলিভারি বয়দের সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য। এই প্রকল্প চালু করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের শ্রম দপ্তরের তরফ থেকে কাজ শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এই ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত তারা কেউই স্থায়ী কর্মী নন। যে কারণে তারা বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। এই বঞ্চনা দূর করতেই রাজ্য সরকার এমন পদক্ষেপ নিচ্ছে।

Advertisements

রাজ্য সরকারের তরফ থেকে ডেলিভারি বয়দের নিয়ে একটি আলাদা ওয়েলফেয়ার বোর্ড গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও তাদের সামাজিক সুরক্ষা প্রদান করার জন্য তহবিল গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ডেলিভারি বয় এবং গার্লরা পিএফ-এর মত সুবিধা পেতে পারেন বলেও জানা যাচ্ছে সূত্র মারফৎ। এমনকি জানা যাচ্ছে, এই সংক্রান্ত ফাইলে ইতিমধ্যেই রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক স্বাক্ষর করেছেন।

এই ধরনের ডেলিভারি কর্মীদের গিগ কর্মী হিসেবে চিহ্নিত করা হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ যে সমস্ত কর্মীদের নির্দিষ্ট কোন নিয়োগকর্তা নেই তাদের জন্যই এই ওয়েলফেয়ার বোর্ড বিভিন্ন সুবিধা প্রদানের ক্ষেত্রে নানান পদক্ষেপ গ্রহণ করবে। এই ধরনের সুবিধা পেতে হলে নির্দিষ্ট পোর্টালে ডেলিভারি কর্মীদের নাম নথিভূক্ত করতে হবে।

Advertisements