বিরাট পরিবর্তন আসছে ধর্মতলায়! রূপে-গুনে বদলাতে চলেছে ধর্মতলা বাসস্ট্যান্ড

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে যে সকল বাসস্ট্যান্ড বা বাস টার্মিনাস রয়েছে তার মধ্যে ব্যস্ত একটি জায়গা হল ধর্মতলা (Dharmatala Bus Stand)। কলকাতা যাতায়াতের ক্ষেত্রে রাজ্যের বড় সংখ্যার মানুষ ধর্মতলার উপর নির্ভর করেন। কলকাতার ব্যস্ততম এই জায়গায় এবার আমূল পরিবর্তন আসতে চলেছে। অন্ততপক্ষে রাজ্য সরকার (State Government) এমনটাই চাইছে।

Advertisements

তবে রাজ্য সরকার এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে মূলত হাইকোর্টের নির্দেশে। ধর্মতলা থেকে বাস টার্মিনাস অন্যত্র সরানোর জন্য ২০০৭ সালে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের শরণাপন্ন হলেও রায়ের ক্ষেত্রে কোন বদল আসেনি। তবে এই সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার হাইকোর্টে রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি পরিকল্পনার কথা জানানো হয়েছে।

Advertisements

রাজ্য সরকার ধর্মতলায় বহুমুখী ট্রান্সপোর্ট হাব তৈরি করতে চাইছে। ধর্মতলা বাস টার্মিনাস নিয়ে জল আদালত পর্যন্ত গড়ালেও ধর্মতলা থেকে বাস টার্মিনাস অন্যত্র সরানোর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেয়নি। এরই পরিপ্রেক্ষিতে ফের একবার হাইকোর্টের দ্বারস্থ হন পরিবেশকর্মী সুভাষ দত্ত।

Advertisements

এই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের তরফ থেকে ধর্মতলায় বাস টার্মিনাস ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচে করার জন্য ভেবে দেখতে বলা হয়। তবে রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে জানানো হয়, এমন পরিকল্পনা তাদের অনেক আগে থেকেই রয়েছে। তবে এমন পরিকল্পনা বাস্তবায়িত না হলে ধর্মতলার বাস টার্মিনাস সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে সাঁতরাগাছিতে।

ধর্মতলায় মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে প্রথম জরুরী হলো সেনার অনুমতি। কেননা এই জায়গার মালিকানা রয়েছে পুরোপুরি ভাবে সেনাদের হাতে। এই বিষয়ে সেনাদের তরফ থেকে কি ভাবা হচ্ছে তা জানতে আদালতের কাছে দুই সপ্তাহ সময় চাওয়া হয়েছে। এছাড়াও নতুন করে মেট্রোর লাইন পাতা হচ্ছে আর যে কারণে এই ধরনের মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব তৈরি করার ক্ষেত্রে তাদেরও অনুমতি লাগবে। পরিবেশ রক্ষা করা থেকে আদালতের নির্দেশ সব কিছুর ক্ষেত্রে ধর্মতলায় থাকা বাস টার্মিনাসের এমন ভোল বদল হলে রাতারাতি বদলে যাবে ধর্মতলার চেহারা।

Advertisements