মাসে মাসে ৫০০ টাকা, কবে থেকে মিলবে মহিলাদের এই হাতখরচ

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ইস্তাহারে যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম চমকপ্রদ প্রতিশ্রুতি ছিল এই ৫০০ টাকা। ইস্তাহার এবং ভোটের প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ভোটব্যাঙ্কের দিকে তাকিয়ে একবার এই ৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর এরপর ভোটের ফলাফল প্রকাশ হতেই তৃণমূল পুনরায় সরকারে ফেরে। এখন প্রশ্ন হল এই হাতখরচ কবে থেকে মিলবে?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে এবং তৃণমূলের ইস্তাহারে বলা হয়েছিল, ভোটে জিতে ক্ষমতায় ফিরলে পরিবারপিছু ৫০০ টাকা করে দেওয়া হবে। তপশিলি জাতি ও উপজাতির পরিবারের ক্ষেত্রে এই টাকার পরিমাণ দ্বিগুণ অর্থাৎ ১০০০ টাকা করে দেওয়া হবে। তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে থাকা প্রতিশ্রুতিগুলির মধ্যে এই ঘোষণায় ছিল সবচেয়ে চমকপ্রদ এবং এই টাকা মহিলাদের হাতে দেওয়ার ঘোষণা করা হয়েছিল।

আর তৃণমূলের প্রত্যাবর্তনের পর সরকার গঠনের এক মাসের মধ্যেই নির্বাচনী ইস্তাহারে থাকা একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়িত করার জন্য সচেষ্ট হতে দেখা গেল রাজ্য সরকারকে। ইতিমধ্যেই ‘দুয়ারে রেশন’ এবং উচ্চ শিক্ষার জন্য ছাত্রছাত্রী ১০ লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড দেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। আর এর পাশাপাশি এই ৫০০ বা ১০০০ টাকা করে হাতখরচ দেওয়ার প্রস্তাবও পাস হয়ে গিয়েছে রাজ্য মন্ত্রিসভায়।

এই প্রকল্পের আওতায় রাজ্যের পরিবারগুলির যেকোনো একজন মহিলা সদস্যের হাতে প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মহিলাদের হাত খরচার কথা মাথায় রেখেই এই ভাতা চালু করবে রাজ্য সরকার। আর ভোটে প্রত্যাবর্তনের পর সরকার গঠনের এক মাসের মধ্যেই এই প্রকল্পে মন্ত্রিসভার সায় দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সরকার গঠনের পর এক মাসও হয়নি৷ দলের ইস্তাহারে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার কিছুটা রক্ষা করলাম৷’

[aaroporuntag]
তবে এই প্রকল্পের টাকা প্রদান করা কবে থেকে শুরু হবে এবং এই টাকা পাওয়ার ক্ষেত্রে কোন পদ্ধতিতে রাজ্যের মহিলাদের আবেদন করতে হবে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রকল্প সম্পর্কে রাজ্য মন্ত্রিসভায় দূরত্ব সম্মতি মেলায় মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই প্রকল্পের টাকা রাজ্যের মহিলাদের হাতে আসতে চলেছে।