পুল কারে এবার রাখতেই হবে এই ব্যবস্থা! নয়া পরিকল্পনা রাজ্য সরকারের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে শত শত পড়ুয়া (Students) পুল কারে (Pull Car) চড়ে স্কুলে যায় আবার স্কুল থেকে বাড়ি আসে। তবে পুল কারে ছেলেমেয়েদের উঠিয়ে দিয়েও দুশ্চিন্তার শেষ থাকেনা অভিভাবকদের। কখন স্কুলে পৌঁছাবে, কখন স্কুল থেকে বাড়ি ফিরবে এই নিয়ে চিন্তার শেষ নেই। এই চিন্তা আরও বেড়ে যায় যখন নানান ধরনের দুর্ঘটনার কথা মনে পড়ে।

এমন পরিস্থিতিতে অভিভাবকদের মাথা থেকে দুশ্চিন্তা দূর করার জন্য এবার রাজ্য সরকারের তরফ থেকে নতুন পরিকল্পনা গ্রহণ করা হলো। নতুন পরিকল্পনা অনুযায়ী পুল কার রাস্তায় নামানো এবং পড়ুয়াদের যাতায়াতের জন্য বেশ কয়েকটি বিধি বেঁধে দেওয়ার পরিকল্পনা নিতে চলেছে রাজ্য সরকার। পুল কারের নতুন নতুন বিধি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে দফায় দফায় বৈঠক করা হচ্ছে বলেই জানা যাচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে এই সকল বিধি-নিষেধ আরোপ করা হলে একদিকে যেমন পড়ুয়াদের নিরাপত্তা কয়েকগুণ বেড়ে যাবে ঠিক সেই রকমই অভিভাবকদের দুশ্চিন্তাও দূর হয়ে যাবে নিমেষে।

নতুন এই নির্দেশিকা তৈরি করা হবে কলকাতা থেকে শুরু করে শহর তৈরি গ্রামাঞ্চল সব জায়গার জন্য। এর জন্য প্রতিটি পুল কার ও পুল বাসকে মানতে হবে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। যাতে বলে দেওয়া হবে পড়ুয়ারা কিভাবে পুল কারে অথবা বাসে যাতায়াত করবে। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ কোন যানবাহন পড়ুয়াদের যাতায়াতের জন্য ব্যবহার করতে পারা যাবে না। বেআইনি কোন পুল কার চলছে কিনা সেইদিকেও নজরদারি চালানো হবে।

Security of CM: বদলে গেল হাজরা কালীঘাট এলাকার চেহারা! বিরাট পদক্ষেপ পুলিশের

অন্যদিকে নতুন যে গাইডলাইন তৈরি করা হতে চলেছে সেই গাইডলাইন অনুযায়ী প্রতিটি পুল কার অথবা পুল বাসে অ্যাটেনডেন্ট রাখা বাধ্যতামূলক করা হতে পারে। যিনি গাড়ির চালক তার সমস্ত নথিপত্র রাজ্য পরিবহন দপ্তরের কাছে থাকার পাশাপাশি থাকতে হবে স্কুল কর্তৃপক্ষের কাছে। এছাড়াও এই ধরনের গাড়ি চালানোর জন্য চালকের অন্ততপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হচ্ছে।

পড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এর আগেও একাধিকবার নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এবার যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে মনে করা হচ্ছে নিরাপত্তা আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে। অন্যদিকে নতুন যে ব্যবস্থা গ্রহণ করা হতে চলেছে তার মধ্য দিয়ে রাজ্য সরকার এবং রাজ্য পরিবহন দপ্তর কোনরকম ঝুঁকি অথবা অভিযোগের জায়গা রাখতে চাইছে না।