বদলে যাচ্ছে পণ্যবাহী যানবাহনের যাতায়াতের নিয়ম, নিতে হবে নয়া পারমিট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের অর্থিনীতিতে সময়ের সঙ্গে সঙ্গে আসছে নানান পরিবর্তন। প্রতিনিয়ত অর্থনীতি চাঙ্গা হচ্ছে। দেশের উৎপাদন খাতেও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে প্রতিনিয়ত। দেশের বিভিন্ন কোনায় উৎপাদিত জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন হয় ট্রান্সপোর্ট ব্যবস্থার। ট্রান্সপোর্ট ব্যবস্থার উন্নতির জন্য সড়ক পথ থেকে শুরু করে রেলপথ, আকাশ পথ এবং জলপথ ব্যবহার করা হয়।

Advertisements

ট্রান্সপোর্ট ব্যবস্থাই রেলপথ, জলপথ অথবা আকাশ পথের ব্যবহার থাকলেও সবচেয়ে বেশি ব্যবহার রয়েছে সড়ক পথের। প্রতিদিন লক্ষ লক্ষ যানবাহন সড়কপথের উপর ভর করে বিপুল পরিমাণ উৎপাদিত জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে দেয়। এই সড়কপথে উৎপাদিত জিনিসপত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এবার নিয়মে বদল আনল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ন্যাশনাল পারমিট থাকা যানবাহনগুলি আর এক রাজ্য থেকে অন্য রাজ্য অর্থাৎ আন্ত:রাজ্য মাল পরিবহন করতে পারবে না। পশ্চিমবঙ্গ থেকে কোন যানবাহনকে এই ধরনের পরিষেবা প্রদানের জন্য আলাদা করে পশ্চিমবঙ্গ সরকারের পারমিট নিতে হবে।

Advertisements

ট্রান্সপোর্ট পরিষেবার ক্ষেত্রে এই ধরনের নিয়মে পরিবর্তন আনার জন্য কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা করেছে বলে দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে। রাজ্য পরিবহন দফতর কেন্দ্রীয় ট্রন্সপোর্ট ও হাইওয়ে মন্ত্রকের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে নির্দিষ্ট কারণ রয়েছে।

এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানাতে গিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর জানিয়েছেন, অন্য রাজ্য থেকে ন্যাশনাল পারমিট করার ফলে রাজ্যের আয় কমে যাচ্ছে। নাগাল্যান্ড সহ অনেক রাজ্য রয়েছে যেখান থেকে ন্যাশনাল পারমিট করা হচ্ছে এবং তারপর পশ্চিমবঙ্গ থেকে পরিষেবা প্রদান করা হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের রাজস্ব ঘাটতি হওয়ার দিকটি নজরে আসতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisements