নিজস্ব প্রতিবেদন : শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল বঙ্গোপসাগরের নতুন করে একটি নিম্নচাপের বিষয়ে। আর সেই নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই শনিবার থেকে পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিন ভোরের দিকে ঠান্ডা ভাব থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করে আর্দ্রতাজনিত গরম। এমনকি ইতিমধ্যেই বেশ কিছু জেলায় বৃষ্টির দেখা মিলেছে।
শনিবার হুগলি জেলার বিভিন্ন অংশে বৃষ্টির দেখা পাওয়া গিয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অঞ্চলে বিক্ষিত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা কিছুটা হলেও তারতম্য লক্ষ্য করা যাবে।
গত দিন দুয়েকের তাপমাত্রা তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টির পরেই দক্ষিণবঙ্গ জুড়ে জাঁকিয়ে শীত না পড়লেও তাপমাত্রা হ্রাস পাবে।
Significant Weather Features are:
♦ A cyclonic circulation lies over Eastcentral Bay of Bengal & adjoining North Andaman Sea between 1.5 & 4.5 km above mean sea level. Under its influence, a Low Pressure Area is likely to form over Eastcentral Bay of Bengal by tomorrow,— India Meteorological Department (@Indiametdept) October 30, 2020
অন্যান্য বছর বাংলা থেকে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে বর্ষা বিদায় নেয়। তবে চলতি বছর একাধিক নিম্নচাপের কারণে বাতাসে জলীয়বাষ্পের প্রাচুর্য থাকায় সবেমাত্র বর্ষা বিদায় নিয়েছে। বিজয়া দশমীর পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে। দিনের দিকে গরম থাকলেও রাত এবং ভোরের বেলায় শীত অনুভূত হচ্ছে।