নিজস্ব প্রতিবেদন : পশ্চিমী ঝঞ্ঝার জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর সেই বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই নেমে যায়। তবে তাপমাত্রার পতনের এই ধারাবাহিকতা রবিবার পর্যন্ত থাকলেও সোমবার থেকে তাপমাত্রার পারদ চড়বে বলে জানানো হয়েছে হওয়া অফিসের তরফ থেকে।
হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস হিসাবে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আর আবহাওয়া শুকনো হওয়ার পাশাপাশি তরতরিয়ে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। মার্চ মাসের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি ভালোভাবে টের পাবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
IMD-এর ওয়েবসাইটে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে গ্রীষ্মের আগমন ঘটেছে এমনটাই। ঋতুরাজ বসন্তের বিদায় ঘটেছে তাও জানানো হয়েছে তাদের তরফ থেকে। মৌসম ভবনের পূর্বাভাস মার্চ মাসে একাধিক অঞ্চলে তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৪১ ডিগ্রি।
[aaroporuntag]
সোমবার দিনের শুরুতেই কলকাতা এবং পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই উড়তে দেখা গেছে। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড অনুযায়ী ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সোমবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রী সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস দু-তিন দিনের মধ্যেই এই তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বেড়ে যাবে। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা দিন কয়েকের মধ্যেই হতে পারে চল্লিশের ঘর।