গরমে হাঁসফাঁস নাকি ঝেঁপে বৃষ্টি, কি বলছে হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : চলতি বছরের জন্য পাকাপাকিভাবে বিদায় নিয়েছে শীত। এখন পালা শীতবস্ত্র ছেড়ে ফেলার। পাশাপাশি ইতিমধ্যেই দিনের তাপমাত্রা তরতরিয়ে বাড়তে শুরু করেছে। শীতের এই বিদায়ে এবং তাপমাত্রার বৃদ্ধির মুহূর্তে কি হবে বাংলার পরিস্থিতি, গরমে হাঁসফাঁস নাকি ঝেঁপে বৃষ্টি? দেখে নেওয়া যাক হাওয়া অফিসের রিপোর্ট।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা আগামী কয়েকদিন পুরোপুরি শুষ্ক থাকবে। তবে দার্জিলিং এবং পার্শ্ববর্তী জেলায় শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে রাতের দিকে তাপমাত্রা আগামী কয়েকদিনে কি রকম থাকবে এবং আগামী দু-তিন দিনের মধ্যে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়ে দাঁড়াবে। পাশাপাশি এখন কয়েকদিন রাতের দিকে ঠান্ডা এবং দিনের দিকে গরমের পরিস্থিতি বজায় থাকবে।

এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশকিছু জেলা যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর,বাঁকুড়া,পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও আপাতত তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

এর পাশাপাশি হাওয়া অফিসের পূর্বাভাস উত্তরবঙ্গের দুটি জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের চারটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃহস্পতিবার থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাবে। তবে যে বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে তাতে আশঙ্কার কোন কারণ নেই। কারণ এই বৃষ্টি অধিকাংশ জায়গাতেই অতি হালকা হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রী সেলসিয়াস। শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রী সেলসিয়াস।