বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, পুজোয় ভোগান্তি এই সকল জেলায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পরপর দু’বছর করোনাকাল কাটিয়ে চলতি বছর দুর্গাপুজোয় লাগাম ছাড়া আনন্দে মেতে উঠবেন বাঙালিরা, এমনই পরিকল্পনা থাকলেও সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির কারণেই এমন আশঙ্কা দেখা দিয়েছে। কারণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে।

Advertisements

গত বছরও দুর্গা পুজোর সময় বৃষ্টি দেখা দিয়েছিল দক্ষিণবঙ্গে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এই বছরও বৃষ্টি বজায় থাকবে বলে জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। মহাষষ্ঠীতেই বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এখনো পর্যন্ত হাওয়া অফিসের তরফ থেকে নির্দিষ্ট ভাবে জানানো সম্ভব হয়নি কোন দিন বৃষ্টি হবে। বুধবার এই বিষয়ে হাওয়া অফিসের তরফ থেকে আরও বিস্তারিত জানানো হবে। তবে বৃষ্টি যে হচ্ছেই তা একপ্রকার নিশ্চিত।

Advertisements

দক্ষিণবঙ্গে চলতি বছর যে সময় বৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল সেই সময় একেবারে খটখটে পরিস্থিতি লক্ষ্য করা যায়। তবে এরপরেই সেপ্টেম্বর মাসের প্রথম থেকে একাধিক নিম্নচাপ তৈরি হতে শুরু করে। যার জেরে শুকনো দক্ষিণবঙ্গ কিছুটা হলেও ভিজে। এবার পুজোয় বৃষ্টির পাশাপাশি ভ্যাপসা গরম থাকতে পারে বলেও জানানো হয়েছে।

Advertisements

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রবিবার ফিলিপিন্সে যে টাইফুন নোরু আছড়ে পড়েছে সেটি বর্তমানে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে। এরপর তা ধীরে ধীরে ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড হয়ে অবশিষ্টাংশ আসবে বঙ্গোপসাগরে। সেখান থেকেই নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এই ঘূর্ণাবর্তের প্রভাবেই পূজোর সময় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। তবে সেই বৃষ্টির পরিমাণ ভারী না হালকা থেকে মাঝারি ধরনের থাকবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বুধবার এই বিষয়ে স্পষ্ট একটি ধারণা পাওয়া যেতে পারে বলে জানা যাচ্ছে।

Advertisements