Radhikapur to Anand Vihar Train: আরও একটি নতুন ট্রেন পাচ্ছে বাংলা, সহজেই যাওয়া যাবে দিল্লী

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা প্রতিটি ভারতীয় নাগরিকদের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। প্রতিদিন রেল পরিষেবার ওপর ভর করে প্রায় ২ কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। বছরে এই সংখ্যাটা দাঁড়ায় ৭০০ কোটি। যে কারণেই ভারতীয় রেল (Indian Railways) এখন গণপরিবহনের লাইফ লাইন হয়ে দাঁড়িয়েছে।

ভারতীয় রেল পরিষেবা ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ানোর কারণে সাধারণ মানুষেরা চান যাতে তাদের এলাকা থেকে বিভিন্ন জায়গা যাওয়ার জন্য নতুন নতুন ট্রেনের সূচনা হয়। লোকসভা নির্বাচনের আগে গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রুটে নতুন নতুন ট্রেন চালু করা হয়েছে। ঠিক সেই রকমই এবার যাতে সহজেই দিল্লি যাওয়া যায় তার জন্য রাধিকাপুর (Radhikapur to Anand Vihar Train) থেকে একটি ট্রেনের সূচনা হতে চলেছে।

উত্তর দিনাজপুর জেলার বাসিন্দাদের দীর্ঘদিন ধরেই দিল্লি পর্যন্ত একটি ট্রেনের দাবি ছিল। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। ভোটের আগে এই দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী রাধিকাপুর থেকে আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত নতুন এই ট্রেন চালু হওয়ার মুখে। অন্যদিকে এই ট্রেন চালু হওয়ার পর আবার পরবর্তীতে আরো কম সময়ে যাতে দিল্লি পৌঁছানো যায় তার জন্য রুট পরিবর্তন করা হতে পারে।

আরও পড়ুন 👉 Vande Bharat Express Timetable Changed: বদলে গেল বাংলার এই বন্দে ভারত ট্রেনের সময়সূচি, ছাড়বে লেটে, সঙ্গী আরও ৯ এক্সপ্রেস

বিজ্ঞপ্তি অনুযায়ী এখন রাধিকাপুর থেকে আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত ট্রেনটি মোরাদাবাদ, গাজিয়াবাদ হয়ে আনন্দ বিহার টার্মিনাল পৌঁছাবে। পরে এই ট্রেনটির রুট পরিবর্তন করে পাটনা হয়ে আনন্দবিহার টার্মিনাল পৌঁছানোর ব্যবস্থা যাতে করা হয় তার জন্য কাজ চালানো হচ্ছে। কেননা রেলের গতিশক্তি প্রকল্পের আওতায় রাধিকাপুর থেকে নতুন লাইন পাতার কাজ শুরু হবে ভোটের পর।

নতুন লাইন পাতার কাজ শেষ হলে রাধিকাপুর থেকে আনন্দ বিহার পর্যন্ত ট্রেনটি সপ্তাহে তিন দিন পাটনা হয়ে যাতায়াত করবে এবং একদিন যাতায়াত করবে মোরাদাবাদ, গাজিয়াবাদ হয়ে বলেই জানা যাচ্ছে সূত্র মারফৎ। যদিও রেলের তরফ থেকে এখনো পর্যন্ত এই সকল ট্রেনের সূচনার সময় সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে বাংলার কপালে আরও একটি নতুন ট্রেন যুক্ত হতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই বললেই চলে।