Vande Bharat Express Timetable Changed: বদলে গেল বাংলার এই বন্দে ভারত ট্রেনের সময়সূচি, ছাড়বে লেটে, সঙ্গী আরও ৯ এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে পশ্চিমবঙ্গকে এখনো পর্যন্ত ৬টি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) উপহার দেওয়া হয়েছে। এই ছয়টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে পুরি, হাওড়া থেকে পাটনা, হাওড়া থেকে রাঁচি, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি এবং নিউ জলপাইগুড়ি থেকে পাটনা। তবে এই ৬টি বন্দে ভারতের মধ্যে একটির সময়সূচিতে (Vande Bharat Express Timetable Changed) পরিবর্তন আনা হলো। এবার ওই ট্রেনটি ৪৫ মিনিট লেটে ছাড়বে।

ছয়টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যে এমন সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। রাঁচি থেকে বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস চালু করার জন্যই এমন পরিবর্তন আনতে হয়েছে বলে জানাচ্ছে রেল। এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ছাড়াও আরও ৯টি এক্সপ্রেস ট্রেনের সময়সূচীতে পরিবর্তন এনেছে রেল। কোনো ট্রেনের সূচিতে ১৮ মার্চ অর্থাৎ সোমবার থেকেই এমন পরিবর্তন আনা হয়েছে, আবার কোন কোন ট্রেনের ক্ষেত্রে অন্য দিন ঘোষনা করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক সমস্ত ট্রেনের নতুন সময়সূচী।

রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস : ২০৮৯৮ রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সকাল ৫:১৫ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিত। এবার এই ট্রেনটি সকাল ৬টায় হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। সোমবার থেকে এই ট্রেনের সূচিতে পরিবর্তন এসে গেছে। এর ফলে আগে যেখানে দুপুর ১২:২০ মিনিটে হাওড়া স্টেশন পৌছাতো সেই জায়গায় এখন ট্রেনটি হাওড়া পৌঁছাবে দুপুর ১ঃ১০ মিনিটে।

রাঁচি হাওড়া এক্সপ্রেস : ১৮৬২৮ রাঁচি হাওড়া এক্সপ্রেস ট্রেনটি রাঁচি থেকে আগে সকাল ৫:৩০ মিনিটে ছাড়ে। ৩১ মার্চ থেকে ট্রেনটি সকাল ৫:২০ মিনিটে ছাড়বে। যদিও ট্রেনটির হাওড়া স্টেশন পৌঁছানোর সময় আগের মতোই থাকবে।

হাটিয়া টাটানগর এক্সপ্রেস : ১৮৬০২ হাটিয়া টাটানগর এক্সপ্রেস ট্রেনটি আগে হাটিয়া থেকে ভোর ৪ টে ২৫ মিনিটে ছাড়তো। এখন ছাড়বে ভোর ৩ টে ৪৫ মিনিটে। টাটানগর পৌছাবে সকাল ১০:৫৫ মিনিটে, আগে যেখানে পৌঁছাতো সকাল ১০:৩০ মিনিটে।

আরও পড়ুন 👉 Loco Pilot: ট্রেনে তো চড়েন, কিন্তু জানেন কী বন্দে ভারত, রাজধানী এক্সপ্রেসের চালকদের বেতন কত

যশবন্তপুর টাটানগর এক্সপ্রেস : ১৮১২১ যশবন্তপুর টাটানগর এক্সপ্রেস টাটানগর স্টেশন পৌছাবে সকাল ১০:৫০ মিনিটের পরিবর্তে সকাল ১১:২০ মিনিটে।

এছাড়াও ১৮০১১ হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসের সকাল ৯ঃ৫৫ মিনিটের পরিবর্তে ১০ঃ১৫ মিনিটে পৌঁছাবে চক্রধরপুর স্টেশন। অন্যদিকে বাকি যে সকল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এসেছে সেগুলি হল পাটনা বিলাসপুর এক্সপ্রেস, আমেদাবাদ হাওড়া এক্সপ্রেস, জম্মু তাওয়াই টাটানগর এক্সপ্রেস, বরকাকানা টাটানগর এক্সপ্রেস, আলাপাপ্পুঝা ধানবাদ এক্সপ্রেসে।