নিজস্ব প্রতিবেদন : উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি উচ্চচাপ বলয় রাজ্যের আকাশে বিপুল পরিমাণে জলীয়বাষ্প ঢোকার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছিল। সেই অনুকূল পরিস্থিতিতে ভর করেই বিপুল পরিমাণে জলীয়বাষ্প ঢুকেছে রাজ্যে এবং এরই ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্য জুড়েই। বৃষ্টির এই সম্ভাবনার দিকে তাকিয়ে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে হলুদ সর্তকতা জারি করা হয়েছে (Rain Yellow Alert)।
উত্তর বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় ছাড়াও ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্তের অবস্থান বৃষ্টির পরিস্থিতিকে আরও অনুকূল করেছে। জানুয়ারি মাসের শেষে অর্থাৎ ৩১ জানুয়ারি বুধবার এসবের কারণেই দক্ষিণবঙ্গের (South Bengal Rainfall Forecast) বিভিন্ন জেলা বৃষ্টিতে ভিজবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। আর এই পরিস্থিতিতে এখন রাজ্যের দক্ষিণবঙ্গের সব জেলার তাপমাত্রা ঊর্ধ্বমুখী।
হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেই পূর্বাভাস অনুযায়ী বুধবার রাজ্যের ২০ জেলায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে আবার একটি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় শুষ্ক থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং ও কালিম্পং জেলা ছাড়া অন্যান্য জেলা শুষ্ক থাকবে।
আরও পড়ুন ? Farewell of Winter: কবে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে শীত! কি জানাচ্ছে হওয়া অফিস
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বুধবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায়। বাকি পূর্ব মেদিনীপুর হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদে। বুধবারের পর বৃহস্পতিবারও একই পরিস্থিতি বজায় থাকবে এবং শুক্রবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম ছাড়া দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।
বৃষ্টিপাতের সম্ভাবনার কথা হাওয়া অফিসের তরফ থেকে আগেই জানানো হয়েছিল। এরই মধ্যে পূবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংস্পর্শের কারণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে। এইসব কারণে জানুয়ারি মাসের শেষ লগ্নে এসে একেবারেই আজব এক আবহাওয়া তৈরি হবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রবিশস্যের ক্ষতি ডেকে আনবে বলেও মনে করছে হাওয়া অফিস।