Dog Habit: কুকুরের স্বভাব জুতো চিবানো, কিন্তু এর আসল কারণ আদৌ কি জানা আছে আপনার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Dog Habit: রাস্তা কিংবা বাড়ি যেকোনো জায়গার কুকুরের মধ্যে কিছু স্বভাব লক্ষ্য করা যায়। আমরা প্রায়ই দেখি কুকুরকে জুতো মুখে নিয়ে সেগুলি চিবোতে। এই স্বভাবের জন্য কুকুরের ওপর বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। আপনার পোষা কুকুর হোক কিম্বা রাস্তার কুকুর সকলের মধ্যে এই স্বভাব লক্ষ্য করা যায়। এই ধরনের স্বভাবের পিছনে কিছু বিশেষ কারণ আছে। শুধুমাত্র জুতো চিবানোই নয় কুকুরেরা সাধারণত রাত্রিবেলা বাইক কিংবা গাড়ির পিছনেও ধাওয়া করে থাকে। আপনি চমকে যাবেন এইসব কারণ জানলে।

Advertisements

কুকুরের সঙ্গে মানুষের বন্ধুত্ব খুব সহজেই হয়ে যায়। কুকুর খুব সহজেই মানুষের পোষ মানে, আর এই পোষ্য জন্তুদের এই ধরনের অদ্ভুত আচরণ (Dog Habit) সত্যিই অবাক করে মানুষকে। বিশেষজ্ঞরা সবসময় বলেছেন যে এর পিছনে কিছু বিশেষ কারণ রয়েছে যার সম্পর্কে অনেকেরই সঠিক কোন ধারনা নেই। নিঃসন্দেহে আপনিও জানতে চাইবেন এর পিছনের আসল কারণ কি? কুকুরদের মানুষের চটি বা জুতো চিবনোর পিছনে রয়েছে একাধিক কারণ।

Advertisements

কুকুরের এই আচরণের (Dog Habit) পিছনে রয়েছে তাদের ভালোবাসা। যখন তারা কোনও ব্যক্তির জুতা কামড়ায় এবং তার জামাকাপড় ছিঁড়ে ফেলে তার অর্থ হল সে সেই ব্যক্তিকে ভালোবাসে। কুকুরেরা তাদের প্রিয় মানুষের ঘ্রাণ পছন্দ করে এবং সেই কারণেই তারা এই ধরনের আচরণ করে থাকে। আপনার পোষা কুকুরের যদি জুতো বা চটি চিবনোর অভ্যাস থাকে, তাহলে মনে করবেন আপনার প্রতি তার অনেক বেশি আসক্তি রয়েছে। আপনার জুতো এবং জামাতে সে আপনার গায়ের গন্ধ পায় বলেই সেগুলো চিবানোর চেষ্টা করে। আপনার অনুপস্থিতিতে আপনার জিনিস কামড়ে সে ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করে।

Advertisements

আরো পড়ুন: মানুষের থেকেও বেশি দায়িত্ববান! ট্রেনের পাদানিতে বসলেই যা করছে এই কুকুর, দেখুন ভিডিও

কুকুর হলো এমন একটি প্রাণী যারা বিচ্ছেদ যন্ত্রণা অনুভব করতে পারে। বিচ্ছেদ যন্ত্রনা থেকে যাতে সহজে মুক্তি পাওয়া যায় তার জন্য তারা এই ধরনের আচরণ করে থাকে। মানুষের মতো কুকুরদের ক্ষেত্রেও অনেক সময় কাজ করে ‘সেপারেশন অ্যাংজাইটি’৷ প্রভু কিংবা প্রিয় মানুষের কাছ থেকে বিচ্ছেদ যন্ত্রণা দ্বারা সহ্য করতে পারে না। অনেক সময় এগুলির জন্যই কুকুররা জুতো, বা যে কোনও আসবাব, বা কাপড় ক্রমাগত চিবনোর (Dog Habit) মতো কাজ করে থাকে৷ পাশাপাশি অনেক সময় লক্ষ্য করা যায় তীব্র ক্ষিদে থেকে কুকুরেরা এই ধরনের আচরণ করে থাকে। পথকুকুরদের মধ্যে এটি বেশি লক্ষ্য করা যায়। কুকুরদের শরীরে যদি কৃমি থাকে তাহলেও এই ধরনের আচরণ করে থাকে।

কখনো কখনো খেলাচ্ছলে কুকুরছানারা এই ধরণের কাজ করে থাকে। ক্যানাইন নিউট্রিশন কনসালটেন্ট, ক্রিস্টাল গুডম্যান ও পশু স্বাস্থ্য ও সুস্থতার আইনজীবী এই বিষয়ে বলেছেন যে, প্রিয় মানুষের প্রতি তাদের যে ভালোবাসা তার থেকে এই আচরণের উৎপত্তি। আত্ম-প্রশান্তির একটি উপায় বলা যেতে পারে এই ধরনের আচরণকে। আবার খেলাধুলা বা মনোযোগ আকর্ষণের কারণে কুকুর হাঁটার সময় জুতো কামড়াতে পারে। নিজেদের চোয়ালের শক্তিও পূর্ণ ক্ষমতায় রাখার চেষ্টা করে এইভাবে ক্রমাগত চিবোনোর মাধ্যমে৷ এই ধরনের আচরণ বেশি লক্ষ্য করা যায় ছোট কুকুরদের মধ্যে। কুকুরদের যত বয়স বাড়ে, তত অযথা চিবনোর অভ্যাস কমতে থাকে৷

Advertisements