Most Populated District in India: ভারতের কোন জেলায় লোক গিজগিজ করে! সবচেয়ে জনবহুল জেলা কোনটি

Prosun Kanti Das

Published on:

Advertisements

What is the Most Populated District in India: প্রতিবছরই সারা বিশ্বের আর্থিক পরিস্থিতি, জনগণের জীবনযাত্রা সমস্ত কিছুর পর্যালোচনা করা হয়। সেইসব বিচার বিবেচনা করে কোন দিক থেকে বিশ্বের মধ্যে কোন দেশ, কোন রাজ্য বা কোন জেলা এগিয়ে রয়েছে তার তালিকাও প্রকাশ করা হয়। তেমনি একটি বিষয় হলো জনবহুল জেলা। জানা আছে কি ভারতের জনবহুল জেলার (Most Populated District in India) তালিকার শীর্ষে কে রয়েছে? আজকের এই প্রবন্ধে তারই উত্তর বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

Advertisements

যত দিন যাচ্ছে ততই সমগ্র বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা। ২০২৩ সালের জনগণনায় সারা বিশ্বজুড়ে জনঘনত্বের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ভারত। টেক্কা দিয়েছে চীনকে। মোট ২৮টি অঙ্গরাজ্য এবং ৭ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত ভারত। যে দেশে রয়েছে ধনী রাজ্য ও গরিব রাজ্য। সেই রাজ্যের মধ্যেও অবস্থিত রয়েছে জেলা। আর সেই জনঘনত্বের বিচারে প্রকাশ্যে এসেছে জনবহুল জেলার তালিকা (Most Populated District in India)। জানেন সেই তালিকায় প্রথম স্থানে কোন জেলা জায়গা করে নিয়েছে?

Advertisements

পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালে ভারতের জনগণনা করা হয়। সেখানে উঠে আসে মোট ৬৪০টি জেলার সংখ্যা। তারপরে জনগণনা হয় ২০২২ সালের আগস্ট মাসে। যার পরিসংখ্যান বলছে অন্য কথা। বেড়েছে জেলার সংখ্যা ৬৪০ থেকে ২০২২ সালের জনগণনায় জেলার সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬ টি। আর সেখানেই প্রকাশ্যে এসেছে এক নতুন তথ্য। প্রকাশিত হয়েছে জনবহুল জেলার তালিকা। উল্লেখ্য ভারতের সবচেয়ে ধনী রাজ্য হল মহারাষ্ট্র এবং গরিব রাজ্য হল বিহার। আর সেই ধনী রাজ্যেরই এক জেলা জায়গা নিয়ে করে নিয়েছে জনবহুল জেলার প্রথম স্থান।

Advertisements

আরও পড়ুন ? Aeroplane Restaurant: ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার কোথাও নেই! বাংলায় প্রথম এই জেলায় তৈরি হচ্ছে প্লেন রেস্তোরাঁ

২০২২ সালের জনগণনা পরিসংখ্যান অনুযায়ী, জনবহুল জেলার তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে থানে। দেশের অন্যতম রাজ্য মহারাষ্ট্রে অন্তর্ভুক্ত থানে দেশের জনবহুল এলাকায় হিসেবে পরিচিত হয়েছে। যে এলাকা বিশ্বের ইতিহাসে নজির গড়লো।

প্রসঙ্গত, আয়তনের বিচারে মহারাষ্ট্র বিশ্বের এক অন্য স্থান দখল করে রয়েছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের আয়তন রয়েছে ৩,০৭,৭১৩ বর্গ কিলোমিটার। তথ্য বলছে এই আয়তনের দিক থেকে দেশের রাজ্য তালিকায় দেশের তৃতীয় বৃহত্তম রাজ্য হিসেবে নথিভুক্ত রয়েছে মহারাষ্ট্র। জনঘনত্বের বিচারে সেই রাজ্যের মুকুটেই জুড়ল এক নয়াপালক। মহারাষ্ট্রের থানে জেলা (Most Populated District in India) হল দেশের জনবহুল জেলা। যে জেলার মোট জনসংখ্যা ১.১১ কোটি। তাহলে জেনে গেলেন দেশের জনবহুল জেলা কোনটি। যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইন্টারভিউয়ের কাজে আসতে পারে।

Advertisements