What is the name of the richest Rajya Sabha MP: গতকাল অর্থাৎ ২৭ই ফেব্রুয়ারি রাজ্যসভার ৫৬ টি আসনে সম্পন্ন হয়েছে নির্বাচন। যদিও এর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক আসনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা জয় পেয়েছেন। যারা ইতিমধ্যেই জয় পেয়েছেন তাদের মধ্যে আছেন সোনিয়া গান্ধী, জে পি নাড্ডা। শুধু তাই নয়, বাংলার চারজন তৃণমূল এবং একজন BJP র সাংসদও। তবে আপনি কি জানেন রাজ্যসভার সবথেকে ধনী সাংসদ (Rajya Sabha Sansad) কে? কত সম্পত্তির মালিক তিনি?
আজ এই প্রতিবেদনে আপনাদের জানাবো রাজ্যসভার সবথেকে ধনী সাংসদ এর সম্পর্কে। তার সম্পত্তির কাছে হার মানছেন জয়া বচ্চনও। জানা গেছে রাজ্যসভার প্রায় ২১ শতাংশ প্রার্থী কোটিপতি। তাদের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি। তার মধ্যে হিমাচল প্রদেশে কংগ্রেসের সাংসদ (Rajya Sabha Sansad) অভিষেক মনু সিংভি সবচেয়ে বেশি সম্পত্তির মালিক। হিসাব অনুযায়ী জানা গেছে তার মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৮৭২ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে আছেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৫৭৮ কোটি টাকা।
জয়া বচ্চনের পরেই আছেন কর্নাটকের JDS প্রার্থী কুপেন্দ্র রেড্ডি। তার মত সম্পদ এর পরিমাণ ৮৭১ কোটি টাকা। পশ্চিমবঙ্গের জয়ী বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের সম্পত্তির মোট পরিমাণ ১ কোটি টাকা। আবার উত্তর প্রদেশের বিজেপি প্রার্থী সংগীতার মোট সম্পত্তির পরিমাণও শমীক ভট্টাচার্যের সমান। সম্পত্তির হিসাবে সব থেকে কম টাকার মালিক হলেন মধ্য প্রদেশের বিজেপি সাংসদ বালযোগী উমেশনাথ। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪৭ লাখ টাকা।
আরও পড়ুন ? সাংসদ পদ খুইয়ে লক্ষ লক্ষ টাকার লোকসান! মহুয়ার হাতছাড়া এই ৫ সুবিধা
বিশেষ সূত্র মারফত জানা গেছে রাজ্যসভার ৩৬ শতাংশ সাংসদ প্রার্থী (Rajya sabha Sansad) তাদের হলফনামায় উল্লেখ করেছেন তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস রয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামক সংস্থা প্রকাশ্যে নিয়ে এসেছে এই তথ্যগুলি। উক্ত সংস্থাটি এবং ন্যাশনাল ইলেকশন ব্রাঞ্চ একটি বিশেষ রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টে তারা ১৫টি রাজ্যের ৫৬টি আসনের ৫৯ জন প্রার্থীর মধ্যে মোট ৫৮ জনের জমা দেওয়া হলফনামাগুলি বিশ্লেষণ করেছে। যার হলফনামা বিশ্লেষণ সম্ভব হয়নি তিনি হলেন কর্নাটকে কংগ্রেসের প্রার্থী জি সি চন্দ্রশেখর। তার জমা দেওয়া হলফনামার নথি সঠিক ভাবে স্ক্যান না হওয়ার কারণে কর্নাটকে কংগ্রেসের প্রার্থী জি সি চন্দ্রশেখরের মনোনয়নে দেওয়া হলফনামার বিশ্লেষণ করা সম্ভব হয়ে ওঠেনি।
সংস্থার বিশ্লেষণ অনুসারে আরো জানা যাচ্ছে মনোনয়ন জমা দেওয়া ১৭ শতাংশ সাংসদ প্রার্থীর (Rajya sabha Sansad) বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। একজন রাজ্যসভা প্রার্থীর বিরুদ্ধে আবার খুনের মামলাও রয়েছে। সংস্থার দেওয়া হিসাব অনুযায়ী জানা যাচ্ছে বিজেপির ৩০ জনের মধ্যে ৮ জন সাংসদ প্রার্থী, কংগ্রেসের ৯ জনের মধ্যে ৬ জন সাংসদ প্রার্থী, তৃণমূল কংগ্রেসের ৪ জনের মধ্যে ১ জন সাংসদ প্রার্থী, সমাজবাদী পার্টির ৩ জন প্রার্থীর মধ্যে ২ জন সাংসদ প্রার্থী, YSRCP এর ৩ জন সাংসদ প্রার্থীর মধ্যে ১ জন সাংসদ প্রার্থী, RJD এর ২ জন সাংসদ প্রার্থীর মধ্যে ১ জন সাংসদ প্রার্থী, BJD এর ২ জন প্রার্থীর মধ্যে ১ জন সাংসদ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে এই ক্রিমিনাল কেস।