Nita Ambani Necklace: নীতা আম্বানির গলায় থাকা পান্না হারের সেটটির দাম কত!

What is the price of the emerald necklace set of Nita Ambani: সম্প্রতি মুকেশ আম্বানি আর নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় চর্চার একমাত্র বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর অবশ্য অনেক কারণ আছে। তার মধ্যে অন্যতম চর্চিত বিষয় হলো আম্বানি পরিবারের সদস্যরা যে সমস্ত পোশাক পরিধান করেছেন বা যে সমস্ত বহু মূল্যবান গয়না বা অন্যান্য অ্যাক্সেসরিজ ব্যবহার করেছেন সেগুলি। আর এই আলোচনায় নববধূকে ছাপিয়ে মধ্যমণি হয়ে উঠেছেন নিতা আম্বানি। বলা ভালো নীতা আম্বানির গলায় থাকা পান্নার হারটি (Nita Ambani Necklace)।

গুজরাটে জাম নগরে ৩ দিন ব্যাপী অনুষ্ঠান চলেছে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠানকে ঘিরে। এই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিরা। বিল গেটস, মার্ক জুকারবার্গ থেকে শুরু করে বলিউড হলিউডের নামকরা তারকা, সংগীতশিল্পী, বড় বড় ব্যবসায়ী, স্বনামধন্য খেলোয়াড় কেউই বাদ যায়নি এই তালিকা থেকে। সব থেকে বড় কথা এই বিশিষ্ট ব্যক্তিত্বরা এখানে শুধু উপস্থিত ছিলেন না তারা রীতিমত অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের নিজেদের শিল্পি সত্তার প্রকাশ ঘটিয়েছেন।

এই অনুষ্ঠানে আম্বানি পরিবার খরচ করেছে মাত্র ১২০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় টাকায় যার মূল্য ১২৫৯ কোটি টাকা। এই অনুষ্ঠানে নীতা আম্বানি তার বেশভূষার মধ্যে দিয়ে নজর কেড়েছেন সকলের। ৩ দিনের এই অনুষ্ঠানের একদিন তিনি পড়েছিলেন একটি সোনালী কালারের শাড়ি সাথে গলায় সবুজ রঙের একটি পান্নার হার (Nita Ambani Necklace) এবং তার সাথে ম্যাচিং করে কানের দুল, চুড়ি ইত্যাদি। নীতা আম্বানির গলায় থাকা এই সবুজ পান্নার হারটির দাম শোনার পর হতবাক নেটিজেনরা। তার গলায় শোভা পাওয়া সবুজ পান্নার হারটির দাম মাত্র ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মধ্যে।

আরও পড়ুন 👉 Nita Ambani’s Dance: শুধু কোটি কোটি টাকার মালিক নন, নাচেও তুখোড়, দেখুন নীতা আম্বানির নাচের ভিডিও

এছাড়াও অনুষ্ঠানের তৃতীয় দিন তিনি একটি হীরের আংটি পড়েছিলেন যা মিরর অফ প্যারাডাইস বা স্বর্গের আয়না নামে পরিচিত। ৫২.৫৮ ক্যারেটের এই হীরের আংটিটির দাম মাত্র ৫৩ কোটি টাকা। এই অপূর্ব সুন্দর আংটিটি তিনি এর আগেও নীতা মুকেশ আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের দিন পড়েছিলেন।

দামি অ্যাক্সেসরিজ ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে থাকেননি নীতা আম্বানির ছেলে অনন্ত আম্বানিও। নিজের প্রি ওয়েডিং অনুষ্ঠানে তিনি পড়েছিলেন নীলকান্তমণি টু রবিলন ঘড়ি যা, ঐশ্বর্য এবং বিশেষত্বের জন্য বিখ্যাত। ঘড়িটির দাম প্রায় ২.২ মিলিয়ন ডলার বা ১৮.২ কোটি টাকা। এই বহু মূল্যবান ঘড়িটি অবাক করেছে ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান কেও।