নিজস্ব প্রতিবেদন : সীমিত ওভার হোক অথবা টেস্ট, ক্রিকেট খেলায় এমন সব নিয়ম রয়েছে যা অনেকের কাছেই অজানা। এর বিভিন্ন নিয়ম-নীতি যেন একটি মহাকাশ। ঠিক যেমন শ্রীলঙ্কা এবং বাংলাদেশের (Sri Lanka Bangladesh) বিরুদ্ধে ম্যাচে দেখা গেল ‘টাইমড আউট’ (Timed Out)। বিশ্বের প্রথম কোন খেলোয়াড় হিসাবে এই আইনের শিকার হয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews)। যারা খেলা দেখেছেন তারা পুরো বিষয়টি জানেন। আর যারা দেখেননি তাদের কাছে এই ঘটনা খুব অদ্ভুত মনে হতে পারে।
শ্রীলঙ্কার ইনিংস চলাকালীন ২৪.২ ওভারে তাদের রান দাঁড়ায় ৪ উইকেটের বিনিময়ে ১৩৫। যে সময় সাদীরা সমর বিক্রম মহম্মদুল্লার হাতে ক্যাচ আউট হয়ে ফেরেন। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। কিন্তু ফ্রিজে নামার পর তিনি দেখেন তার হেলমেটের স্ট্রিপে কোন প্রবলেম রয়েছে। ইশারা করেন ড্রেসিংরুমের দিকে নতুন হেলমেটের জন্য। কিন্তু নতুন হেলমেট আনতে কিছুটা সময় অতিবাহিত হয়ে যায়।
হেলমেট আনার জন্য সময় অতিবাহিত হওয়ার সুযোগকে কাজে লাগায় বাংলাদেশ। সাকিব আল হাসান এই পরিস্থিতিতে আবেদন করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজকে টাইমড আউট করার জন্য। তার আবেদনের ভিত্তিতেই আম্পায়ার ম্যাথিউজকে আউট বলে ঘোষণা করেন। এই পরিস্থিতিতে কোন বল না খেলেই ম্যাথিউজকে প্যাভিলিনে ফিরে আসতে হয়। এই ঘটনার পর অনেকের মধ্যেই প্রশ্ন এই টাইমড আউট নিয়ম আসলে কি?
ক্রিকেট আইনের ৪০.১.১ ধারা অনুযায়ী কোন একজন ব্যাটসম্যান আউট হয়ে অথবা অবসৃত হয়ে প্র্যাভিলিনে ফিরে যাওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানকে তিন মিনিটের মধ্যে বল খেলতে হবে। ক্রিকেট আইনের এই শর্ত পূরণ না করলে যদি আউটের জন্য বিপক্ষ টিম আবেদন করে থাকেন তাহলে ওই ব্যাটসম্যানকে টাইমড আউট ঘোষণা করা হয়। তবে অ্যাঞ্জেলো ম্যাথিউজ দু’মিনিট এইভাবে সময় অতিবাহিত করার পরই এমন ঘটনার শিকার হতে হয়েছিল। কেননা বিশ্বকাপ ক্রিকেটের নিয়মে কিছুটা বদল রয়েছে।
বিশ্বকাপ ক্রিকেটের নিয়ম অনুযায়ী ৩ মিনিটের পরিবর্তে ব্যাটসম্যানকে বল খেলার জন্য দু’মিনিটের মধ্যে প্রস্তুত থাকতে হবে। শ্রীলংকা বাংলাদেশ ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউজ হেলমেট বদলাতে গিয়ে ওই সময়ের মধ্যে প্রস্তুত হতে পারেননি বল খেলার জন্য। স্বাভাবিকভাবেই তাকে টাইমড আউটের শিকার হতে হয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এর আগে ক্রিকেট বিশ্বে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি।