খবরের কাগজের প্রতি পাতার নিচে কেন চারটি রঙিন বিন্দু থাকে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সকাল বেলায় ঘুম থেকে উঠেই চায়ের পেয়ালা নিয়ে বসার পাশাপাশি চোখের সামনে থাকে খবরের কাগজ। স্মার্টফোন এবং ডিজিটাল প্লাটফর্ম দিন দিন বাড়লেও খবরের কাগজের চাহিদা কিন্তু এখনো কমেনি। তবে প্রতিদিন চোখের সামনে খবরের কাগজ পড়ে থাকলেও এর মধ্যে থাকা একটি খুঁটিনাটি জিনিস আমরা এড়িয়ে চলি।

Advertisements

এড়িয়ে চলা বললে ভুল হবে, আসলে কেন তা দেওয়া হয়ে থাকে তা অনেকে জানা নেই। খবরের কাগজ পড়তে গিয়ে লক্ষ্য করা যায় কাগজের প্রতি পৃষ্ঠার নীচের দিকে চার রঙের চারটি বিন্দু থাকে। কখনো কি আমরা ভেবে দেখেছি কেন এই চারটি বিন্দু থাকে খবরের কাগজের নিচে? এর নির্দিষ্ট কারণ থাকলেও আমরা তা অনেকেই ভেবে দেখি না।

Advertisements

খবরের কাগজের নিচে এই চারটি রংয়ের বিন্দু সাজানো থাকে সি, এম, ওয়াই এবং কে ক্রমান্বয়ে। সি-এর মানে ক্রেয়ন, এম-এর অর্থ ম্যাজেন্টা, ওয়াই-এর অর্থ ইয়েলো এবং কে-এর অর্থ ব্ল্যাক। আসলে খবরের কাগজের ক্ষেত্রে ‘আরজিবি’ এবং ‘সিএমওয়াইকে’ এই দুই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। আরজিবি হল লাল, সবুজ ও নীল। আর এর বিপরীত পদ্ধতি হলো সিএমওয়াইকে।

Advertisements

কিন্তু এই ধরনের পদ্ধতি কেন ব্যবহার করা হয়ে থাকে অথবা এই ধরনের বিন্দু কেন থাকে খবরের কাগজের নিচে? কারণ হলো কাগজের মুদ্রণ পরিষ্কার কিনা তা বোঝার জন্য। প্রতিটি পাতার ক্ষেত্রে মুদ্রণ স্পষ্ট কিনা তা যাচাই করা সম্ভব হয় না। যে কারণে এই পদ্ধতিতে বোঝা যায় খবরের কাগজের মুদ্রণ অস্পষ্ট কি না।

খবরের কাগজ ছাপানোর সময় যদি এই চারটি বিন্দু একই সারিতে না আসে অর্থাৎ যদি এই বিন্দুগুলি একে অপরের ওপর বিন্যস্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে খবরের কাগজের মুদ্রণ অর্থাৎ ছাপানো পরিষ্কার নয়। এই কারণেই এমন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে।

Advertisements