Bottle: ঘরে ঘরে রয়েছে বোতল! কিন্তু একে বাংলায় কী বলে

What is the name of Bottle in Bengali: গ্রীষ্মের শুরুতেই অতিরিক্ত তাপমাত্রার জেরে জেরবার সাধারণ মানুষ। এই দাবদাহের মাঝে শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করা প্রয়োজন। সারাদিনে বারবার জল পান করার পরামর্শ দেন ডাক্তাররা। জল বা ঐ জাতীয় যেকোন তরল পদার্থ বহন করার জন্য আমরা বোতল (Bottle) ব্যবহার করে থাকি। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রয়োজনীয় জিনিস গুলির মধ্যে অন্যতম হল বোতল।

গরমকালে জল ছাড়া এক মুহূর্ত চিন্তা করতে পারিনা আমরা। যেখানেই যাই না কেন সাথে জলের বোতল (Bottle) রাখতেই হবে। মূলত জল বা ওই জাতীয় যেকোন তরল পদার্থ বহন করার জন্যই বোতল ব্যবহার করা হয়। আচ্ছা আপনি কি জানেন বোতলের বাংলা প্রতিশব্দ কি? অনেকেই হয়তো বলবেন ইংলিশে বটল শব্দের বাংলা প্রতিশব্দ বোতল। কিন্তু এই তথ্য একেবারেই ভুল। বেশিরভাগ মানুষই বোতলের আসল বাংলা প্রতি শব্দ জানেন না। চলুন আজকের প্রতিবেদনের মধ্যে দিয়ে আমরা জেনে নিই বোতলের সঠিক বাংলা প্রতিশব্দটি কি।

বোতল (Bottle) শব্দের উৎপত্তি নিয়ে দ্বিমত রয়েছে। কেউ বলেন ল্যাটিন ও গ্রীক ভাষা থেকে বোতল শব্দের উৎপত্তি হয়েছে। আবার কেউ বলেন পূর্ব ফ্রান্সের বটেইল শব্দ থেকে এসেছে বোতল। অনেকে একে হিন্দি শব্দ বলেও দাবি করে থাকেন। বোতল শব্দটি মূলত একটি ইংরেজি শব্দ। আক্ষরিক অর্থে বোতলের সরাসরি কোন প্রতিশব্দ বাংলায় নেই। ইংলিশের বটল শব্দটি বাঙ্গালীদের মধ্যে বোতল হিসেবে পরিচিত। তবে অনেক জায়গায় একে সরু মুখওয়ালা লম্বা পাত্র বলেও চিহ্নিত করা হয়ে থাকে। মূলত জল রাখার জন্য এই পাত্রের ব্যবহার করা হয়। বোতল শব্দের নির্দিষ্ট কোন বাংলা প্রতিশব্দ এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন 👉 General Knowledge: চোখের কালো অংশকে বলে মণি, কিন্তু সাদা অংশকে কী বলে?

আকৃতিগত দিক থেকে বোতল বলতে আমরা বুঝি, চোঙের মত সরু একটি বস্তু। একদিক বন্ধ অন্যদিকে ছিপি লাগানো। চাইলেই ছিপি খুলে বোতলের মুখটি উন্মুক্ত করে নেওয়া যায়। আমরা বিভিন্ন উপাদান দিয়ে তৈরি বোতল ব্যবহার করে থাকি। কাঁচ, প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়াম, তামা, মাটি ইত্যাদি উপাদান দিয়ে তৈরি বোতল বাজারে পাওয়া যায়। তবে খাবার জল ধরে রাখার জন্য প্লাসটিকের বোতলের ব্যবহার যতোটা সম্ভব কম করা যায় ততোই স্বাস্থ্যের পক্ষে ভলো। খাবার জল রাখার জন্য তামা, স্টিল বা কাঁচের পাত্রই সবচেয়ে নিরাপদ।

অনেক জায়গায় অবশ্য বোতলকে (Bottle) শিশি হিসেবেও চিহ্নিত করা হয়ে থাকে। শিশি শব্দটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দের শিশাহ থেকে। ফরাসীরা কাঁচ বা কাঁচ দিয়ে তৈরি কোন বস্তুকে শিশা বলে থাকেন। সেখান থেকেই বাঙালিরা সরুঘাড় যুক্ত কাঁচের বোতলের নাম দিয়েছেন শিশি। মিশরীয়রা তাদের আঞ্চলিক ভাষায় একে শেষ বলে চিহ্নিত করে থাকেন।