Bank Locker: লকারে ইচ্ছামতো যা খুশি তাই রাখা যায় না! কি কি রাখতে পারবেন না, দেখে নিন তালিকা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bank Locker: কম-বেশি সকল ব্যক্তি তার আয় করা অর্থ থেকে কিছু টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন। আবার কেউ সেই সঞ্চয় করা টাকা দিয়ে জমি-জমা কেনেন তো কেউ আবার সোনা-রুপোর গহনা তৈরি করেন। কিন্তু এই জমি-জমা বা সোনা-রুপোর গহনা তৈরি করলেও তা নিরাপদ জায়গায় রাখা নিয়ে চিন্তায় পড়তে হয় ব্যক্তিদের। বিশেষ করে ধনী ব্যবসায়ীদের। আর তাই নিশ্চিন্তে সেই সব জিনিস রাখার জন্য তারা বেছে নেন ব্যাঙ্ক লকার (Bank Locker)। কিন্তু অনেকেই জানেন না ব্যাঙ্ক লকারে কোন কোন জিনিস রাখার নিয়ম রয়েছে বা কোন কোন জিনিস রাখা যায় না। আজকের এই প্রতিবেদনে সেই বিষয়েই জানানো হয়েছে।

Advertisements

সোনা-রুপোর গহনা হোক নগদ টাকা হোক জমি-জমা বা ব্যাঙ্কিং প্রয়োজনীয় সার্টিফিকেট, নথিপত্র সকলেই নিরাপদ জায়গায় রাখতে চাই। আর তার জন্য অনেকেই ব্যাঙ্কের লকার (Bank Locker) ভাড়া নেয়। আর এর জন্য গ্রাহকরা তাদের জিনিসপত্রের পরিমাণ অনুযায়ী দেখে শুনে লকার ভাড়া নেন। সেই লকারের আকার আকৃতি অনুযায়ী লকারের ভাড়া নির্ধারিত হয়। তাই যারা ব্যাঙ্ক লকারে জিনিসপত্র রাখেন বা রাখবেন বলে পরিকল্পনা করছেন অবশ্যই জেনে নিন ব্যাঙ্ক লকার ভাড়া নেওয়ার নিয়ম। তা না হলে হতে পারে বিপদ।

Advertisements

আরো পড়ুন: সুদ বন্ধ করল পোস্ট অফিস! এই দিনের মধ্যেই টাকা তুলে ফেলার নির্দেশ কেন্দ্র সরকারের

প্রতিটি ব্যাঙ্কেই লকার ভাড়া নেওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। লকার ভাড়া নিয়েই গ্রাহকরা নিজেদের পছন্দমতো জিনিস রাখতে পারে না। এর জন্য নিয়ম মানতে হয়। যা প্রতিটি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের ভাড়া নেওয়ার আগে নিয়ম সম্পর্কে জানিয়ে দেয়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ব্যাঙ্ক লকারে কি কি রাখা যায় আর কি কি রাখা যায় না।

Advertisements

আরো পড়ুন: বিশ্ব বাজারে তেলের দাম কমলেও, ভারতের বাজারে কেন তেলের দাম কমছে না

ব্যাঙ্ক লকারে (Bank Locker) যে যে জিনিস রাখা নিয়ম

লকার (Bank Locker) ভাড়া নেওয়ার নিয়ম অনুযায়ী গ্রাহক ব্যাঙ্কের লকারে মূল্যবান বস্তু রাখতে পারেন। যেমন – সোনা বা রুপোর গহনা, বার, মুদ্রা, হিরে বা অন্যান্য ধাতুর মূল্যবান বস্তু। এছাড়াও আইনি নথিপত্র ব্যাঙ্ক লকারে রাখা যায়। যেমন – জমির দলিল, উইল, সম্পত্তির নথিপত্র। ব্যাঙ্কিং যে কোনো নথিপত্র যেমন – এফডি সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড সার্টিফিকেট, এলআইসি সম্পর্কিত নথিপত্র প্রভৃতি।

ব্যাঙ্ক লকারে (Bank Locker) যে যে জিনিস রাখা অনিয়ম

অনেকেই হয়তো মনে করেন ব্যাঙ্ক লকারে (Bank Locker) নগদ টাকা রাখা যায়। কিন্তু না, ব্যাঙ্ক লকারে ক্যাশ টাকা রাখা নিষিদ্ধ। এছাড়াও মাদক দ্রব্য, অস্ত্র, খাবার জাতীয় দ্রব্য, বিস্ফোরক জাতীয় দ্রব্য বা পচনশীল দ্রব্য ব্যাঙ্ক লকারে রাখা বেআইনি। অর্থাৎ যেসব বস্তু নষ্ট বা পচে যায় বা কোনো ক্ষতিকর প্রভাব ফেলে সেই সব বস্তু ব্যাঙ্ক লকারে রাখা আইনত অপরাধ। এই জিনিসগুলি ব্যাঙ্ক লকারে রাখা যায় না।

Advertisements