Car Safety: আচমকা গাড়ির ব্রেক ফেল! কীভাবে করবেন কন্ট্রোল

Prosun Kanti Das

Published on:

Advertisements

What to do for car safety in case of sudden car brake failure: চার চাকা চালানোর স্বপ্ন সবার মধ্যেই থাকে কিন্তু সর্বদা সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজনীয়। গাড়ি চালানোর সময় যদি সতর্ক না থাকা যায় তাহলেই চোখের নিমিষে ঘটতে পারে দুর্ঘটনা যা প্রাণ পর্যন্ত নিতে পারে। যদি আপনি অসতর্কভাবে গাড়ি চালান যেমন দুর্ঘটনার সম্ভাবনা বাড়তে পারে তেমন পথচারীরাও আঘাত পেতে পারে। গাড়ি চালানোর সময় গাড়ির চালকদের একটি কথা সর্বদা মাথায় ঘোরে যদি হঠাৎ করে গাড়ির ব্রেক ফেল হয়ে যায় তাহলে কি হবে? এর জন্য অবশ্যই আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে (Car Safety) আজকের প্রতিবেদনে সেটাই বিশদভাবে আলোচনা করা হবে।

Advertisements

হঠাৎ করে গাড়ির ব্রেকফিল হলে মাথা ঠান্ডা রেখে কিভাবে সেই পরিস্থিতি থেকে বের হতে হবে সেটাই আজকের আলোচ্য বিষয়। প্রথমে খেয়াল রাখতে হবে যাতে গাড়ির ব্রেক কোনোভাবে ফেল না হয়। আপনি যদি গাড়ির মেইনটেনেন্স ঠিকভাবে (Car Safety)করেন তাহলে গাড়ির ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখলে আপনি দুর্ঘটনা এড়াতে সক্ষম হবেন।

Advertisements

হঠাৎ করে গাড়ির ব্রেক ফেল হলে প্রথমে যে কাজগুলো অবশ্যই করা উচিত সেগুলি হল, নিকটবর্তী গাড়ি চালকদের হর্ন দিয়ে এলার্ট করুন। তাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে(Car Safety)। লো গিয়ারে চালাতে হবে। যার ফলে গাড়ি গতি কমে আসবে এবং গাড়ি থামাতে সুবিধা হবে। ক্রমাগত ব্রেক প্যাডেল কষতে থাকুন। সেটি কাজ না করলেও আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। ব্রেক প্যাডেল এক টানা প্রেস থাকলে প্যাডেলের উপর সামান্য চাপ তৈরি হবে, এর ফলে আপনার গাড়ির গতি কমে যেতে পারে। ব্রেক প্যাডেল প্রেস করার সময় গাড়িটিকে যেকোনো নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে।

Advertisements

আরও পড়ুন ? Bike riding manual: ক্লাচ আগে না ব্রেক! চলন্ত বাইক থামাতে কোনটি আগে দাবাবেন! পাড়ার মেকানিকরাও জানেন না!

গাড়ির ব্রেক ফেল আটকানোর জন্য কিছু কিছু বিষয়ের ওপর আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে সেগুলো হলো– নিজের গাড়ি নিয়মিত সার্ভিসিং করাতে হবে। পাশাপাশি ব্রেক প্যাডস এবং ব্রেক ডিস্ক যাচাই করুন। যেকোনো বড় ঠিক করার আগে এইসব বিষয়গুলো দেখে নেওয়া বাধ্যতামূলক। সঠিক সময় অন্তর ব্রেক প্যাডস এবং ব্রেক ডিস্ক পালটাতে হবে। ব্রেক কষার আগে কাছাকাছি যে গাড়ি চালক থাকবে তাকে হর্ন টিপে এলার্ট করতে হবে।

আরো কিছু বাড়তি বিষয় আছে যা অবশ্যই মনে রাখতে হবে। হঠাৎ করে যদি গাড়ির ফেল হয়ে যায় সেক্ষেত্রে কি করা উচিত? আপনার হ্যান্ডব্রেক ধীরে ধীরে ব্যবহার করুন। এতে গাড়ির গতি কমে আসবে। গাড়িতে যদি স্পিড ব্রেক থাকে তাহলে সেটি ধীরে ধীরে প্রেস করুন। গাড়ির গতি এর ফলে অনেকটাই কমে যাবে। কোন ফাঁকা জায়গা কিংবা নিরাপদ স্থানে গাড়িটিকে (Car Safety) দাঁড় করাবার চেষ্টা করুন। সবথেকে ভালো হয় যদি পথে কোথাও বালি বা মাটির রাস্তা থাকে সেখানে চালানোর চেষ্টা করুন। এতে আপনার গাড়ি থামাতে অনেকটা সুবিধা হবে। গাড়ির গতি যদি বেশি থাকে সেটা থামানো মুশকিল হয়ে পড়বে তাই ধীর গতিতে গাড়ি চালাতে হবে। অভিজ্ঞ গাড়ি চালকদের মতে, এই পরিস্থিতিতে ঠান্ডা মাথায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। যদি তাড়াহুড়ো করা হয় তাহলে বিপদ অবশ্যম্ভাবী।

Advertisements