Weather in Bengal: কেমন থাকবে আগামী কয়েক দিনের বাংলার আবহাওয়া, নতুন বছরে শীতের দেখা কি মিলবে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Weather in Bengal: ডিসেম্বর শেষ হতে চলল। নতুন বছর কড়া নাড়ছে দোরগোড়ায়। তবুও শীতের দেখা মেলেনি বঙ্গে। আপাতত দুদিন ধরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় স্বল্প বেশি থাকায় দিনের বেলা ভালোই গরম অনুভূত হচ্ছে। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে সামান্য তাপমাত্রার তারতম্য বোঝা যাচ্ছে। কিন্তু জাকিয়ে শীত পড়েনি বললেই চলে। এবার প্রশ্ন তবে কবে হবে শীতের আসল খেলা। নাকি বঙ্গে এভাবেই শীত গ্রীষ্মের লুকোচুরি চলবে? কি বলছে আবহাওয়ার খবর (Weather News) জেনে নিন এই প্রতিবেদনে।

Advertisements

২৫শে ডিসেম্বর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় খানিক বেশি ছিল। এখনো পর্যন্ত তাপমাত্রা একই রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে শীঘ্রই জাকিয়ে শীত না পড়লেও বছরের শেষ থেকে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে বলেই জানা যাচ্ছে। আজ অর্থাৎ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা রবিবারের তুলনায় ১ ডিগ্রি বেশি। তার কারণ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬° সেলসিয়াস। তবে আবহাওয়ার খবর অনুযায়ী জানা যাচ্ছে আগামীকাল থেকে পশ্চিম বঙ্গে (Weather in Bengal) স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা নামতে পারে।

Advertisements

থর থর করে কাপানো ঠান্ডা না পরলেও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতে ভোরবেলা থেকেই ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। যার ফলে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে (Weather in Bengal) মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী থেকে অতি ভারী কুয়াশার কারণে রাস্তাঘাটে যানবাহন চলাচলের সমস্যা হতে পারে বলে জানা গেছে আবহাওয়ার খবর থেকে। এমনকি দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন:Karan Polymers Pvt LtdKaran Polymers Pvt Ltd: করণ পলিমার পশ্চিমবঙ্গে করতে চলেছে বিপুল বিনিয়োগ, কি তৈরির উদ্দেশ্য

কিছুদিন আগে থেকেই দক্ষিণবঙ্গের (Weather in Bengal) পুরুলিয়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে শুরু করে। গতকাল অর্থাৎ রবিবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫° সেলসিয়াস। তবে এক ধাক্কায় পুরুলিয়াতে সোমবার অর্থাৎ আর তাপমাত্রার চার ডিগ্রি বৃদ্ধি পায়। ফলে আজকের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে বাকি সমস্ত জায়গায় কিন্তু তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁয়েছে।

আবহাওয়ার খবর অনুযায়ী, জানা গিয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝায় মূলত বাধা সৃষ্টি করছে কনকনে ঠান্ডা পড়া থেকে। ১লা জানুয়ারি থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত উত্তর এবং পশ্চিম ভারতের সমস্ত পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। পূর্ব বাংলাদেশেরও বেশ কিছু এলাকায় ঘূর্ণাবর্তের দেখা মিলবে। এছাড়া রাজস্থানে ঘূর্ণাবর্ত সক্রিয় হতে চলেছে। আগামী দিনে ফলে রাজ্যে উত্তরে হাওয়াও বইবে না এবং শীত তেমন পড়বে না।

Advertisements