নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ WhatsApp তাদের গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে। এই সকল ফিচারের মধ্যেই একটি ফিচার হলো WhatsApp Multi Device Feature। এই ফিচারটি বেশ কয়েকদিন আগে থেকেই আসার ঘোষণা হয়েছে, তবে এখন তারা প্রতিটি ব্যবহারকারীদের ক্ষেত্রে উপলব্ধ নয়। দেখুন এই ফিচার চলছে বিটা ভার্সনে। তবে তার আগেই জানা যাচ্ছে ব্যবহার পদ্ধতি।
এই নতুন সকলের জন্য খুব তাড়াতাড়ি উপলব্ধ হয়ে যাবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। সকলের জন্য এই ফিচার উপলব্ধ হয়ে যাওয়ার আগে বেশ কিছু কাজ চলছে। এই ফিচার এলে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চারটি ডিভাইসে অনায়াসে ব্যবহার করা যাবে। যারা একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক জায়গায় চালাতে চান তাদের জন্য এই ফিচার সুবিধাজনক।
হোয়াটসঅ্যাপের আপডেট ডেভেলপার WaBetaInfo-এর তরফ থেকে জানানো হয়েছে, যখন ব্যবহারকারীরা তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তার মূল ডিভাইসে ব্যবহার করবেন সেই সময় সেখানে আসা সমস্ত মেসেজ, ছবি এবং অন্যান্য তথ্য সিঙ্ক করা যাবে অন্য ডিভাইসে। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে বারবার লগ-ইন করার প্রয়োজন হবে না অথবা অনলাইন থাকতেও হবে না।
এর পাশাপাশি WaBetaInfo-এর তরফ জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার রুমের ফিচার তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই ফিচার ব্যবহারকারীরা খুব একটা ব্যবহার করেন না। অন্যদিকে multi-device ফিচারটি বর্তমানে চালু হয়েছে আইওএস ২.২১.১৯০.১১ এবং হোয়াটস্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২১.১৯.১৫ ব্যবহারকারীদের জন্য।
যেসকল ব্যবহারকারীরা বিটা ব্যবহারকারী তারা তাদের হোয়াটসঅ্যাপে এই সুবিধা দেখতে পাবেন যেখানে অ্যাপের মধ্যে ‘থ্রি ডট’ রয়েছে সেখানে। সেখানে লক্ষ্য করা যাবে ‘Linked Device’। এর পরেই দেখা যাবে ‘Link A Device’ নামের একটি বিকল্প। সেখানে ক্লিক করে ব্যবহারকারীরা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অনলাইন অবস্থায় না থেকেও চারটি জায়গায় ব্যবহার করতে পারবেন।