WhatsApp-এ আসছে নতুন ৩টি ফিচার, ঘোষণা মার্ক জুকারবার্গের

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং সংস্থা WhatsApp-কে নিয়ে সম্প্রতি একাধিক বিতর্ক তৈরি হয়। সেই বিতর্ক বর্তমানে কিছুটা প্রশমিত হলেও এখনো পিছু ছাড়েনি তাদের নতুন প্রাইভেসী পলিসি। তবে এর মাঝেও এই সংস্থা তাদের প্রতিদ্বন্দ্বি অন্যান্য ম্যাসেজিং থেকে নিজেদের গুরুত্ব বাড়াতে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করছে। সেই মতই জানা গিয়েছে খুব তাড়াতাড়ি WhatsApp-এ আসতে চলেছে এমন ৩টি ফিচার যা বহুদিন ধরে মানুষের প্রতীক্ষিত।

১) সংস্থা যে তিনটি নতুন ফিচার আনতে চলেছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচারটি হলো মাল্টি ডিভাইস সাপোর্ট। এই ফিচার লঞ্চ হলে ব্যবহারকারীরা ফেসবুকের মতোই তাদের অ্যাকাউন্ট বিভিন্ন ডিভাইসে লগ ইন করে রাখতে পারবেন। এই ফিচার সম্পর্কে সংস্থার কর্ণধার মার্ক জুকারবার্গ জানিয়েছেন খুব তাড়াতাড়ি আনা হবে।

২) সংস্থার তরফ থেকে দ্বিতীয় যে ফিচারটি আনার প্রস্তুতিতে রয়েছে সেটি হল Disappearing Mode। এটি অনেকটা Disappearing Messege-এর মতই। এই সুবিধা এলে আলাদা আলাদা করে চ্যাটের ক্ষেত্রে Disappearing Messege-এর প্রয়োজন হবে না। সেটিংসে গিয়ে Disappearing Mode অন করে দিলেই নিজের থেকেই সাতদিন পর চ্যাট ডিলিট হয়ে যাবে।

৩) তৃতীয় যে ফিচারটি আসতে চলেছে সেটি হল View Once। এই ফিচারটি একেবারেই অন্য ধরনের। এই ফিচার এলে ব্যবহারকারীরা যাকে ফটো অথবা ভিডিও পাঠাবেন তিনি একবার দেখলেই তা নিজে থেকে পরবর্তীতে ডিলিট হয়ে যাবে। ব্যবহারকারীদের গোপনীয়তা আরও সুরক্ষিত করার দিকে নজর দিয়ে এই প্রকল্প আনার পদক্ষেপ নিয়েছে সংস্থা। যদিও এমন ফিচার আগে থেকেই রয়েছে ইনস্টাগ্রামে।