হোয়াটসঅ্যাপে আসছে ৫ বদল, স্বাচ্ছন্দ্য বাড়বে ব্যবহারকারীদের

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে যে সকল মেসেজিং অ্যাপ রয়েছে সেই সকল অ্যাপের মধ্যে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। বিশ্বের বিভিন্ন কোনায় এই অ্যাপের ব্যবহারকারীদের সংখ্যা বিপুল সংখ্যক হওয়ার পাশাপাশি ভারতেই এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা কম করে ৫০ কোটি। ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিনিয়ত সংস্থা তরফ থেকে বিভিন্ন বদল আনা হয়। সেই রকমই সংস্থার তরফ থেকে এবার ৫টি বদল আনা হচ্ছে যা ব্যবহারকারীদের আরও স্বাচ্ছন্দ্য দেবে। এই সকল বদল সম্পর্কে জানা যাচ্ছে WABetaInfo ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে।

১) হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা খুব তাড়াতাড়ি তাদের মেসেজ এডিট করার অপশন পাবেন। জানা যাচ্ছে, কোন ব্যবহারকারী কোন মেসেজ পাঠানোর পর তাতে কোন ভুল থাকলে এডিট করতে পারবেন।

২) একটি whatsapp গ্রুপে মোট ৫১২ জন যুক্ত হতে পারেন এমন ফিচার ইতিমধ্যেই রয়েছে। তবে খুব তাড়াতাড়ি এই ফিচারে বদল আসছে এবং এতে ১০২৪ জন যুক্ত হতে পারবেন বলে জানা যাচ্ছে।

৩) View Once নামের যে ফিচার রয়েছে হোয়াটসঅ্যাপে সেই ফিচারে প্রেরক যা পাঠান তা একবার দেখতে পান অপর প্রান্তের ব্যক্তি। এক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে নেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে নিরাপত্তার জন্য এই ফিচারে বদল আনা হচ্ছে এবং স্ক্রিনশট বন্ধ করে দেওয়া হচ্ছে। খুব তাড়াতাড়ি এই আপডেট চলে আসবে।

৪) ডকুমেন্ট হিসেবে ছবি অথবা ভিডিও পাঠানোর সময় ক্যাপশন লেখার কোন ব্যবস্থা থাকে না। তবে নতুন যে ফিচার আনা হচ্ছে তাতে ডকুমেন্ট হিসেবে ছবি অথবা ভিডিও পাঠালেও তাতে ক্যাপশন দেওয়া যাবে।

৫) WhatsApp Business ব্যবহারকারীদের জন্য আসছে প্রিমিয়াম ফিচার। এই অ্যাপ ব্যবহারকারীরা বিনামূল্যে যেমন অ্যাপ ব্যবহার করছেন করতে পারবেন তবে যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেবেন তারা বাড়তি কিছু ফিচার ব্যবহার করতে পারবেন।