ডেস্কটপ WhatsApp-এ আসতে চলেছে দুর্দান্ত একটি নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে এখনো পর্যন্ত বিশ্বে যে সকল ম্যাসেজিং অ্যাপ রয়েছে তাদের মধ্যে জনপ্রিয় মার্ক জুকারবার্গের অধীনস্থ ম্যাসেজিং অ্যাপ WhatsApp। বিশ্বের অধিকাংশ মানুষ এই অ্যাপ ব্যবহার করে থাকেন। এই অ্যাপ স্মার্টফোনে ব্যবহারের ব্যাপকতা থাকলেও কর্মক্ষেত্রে বিভিন্ন সময়ে কাজের জন্য এটিকে ডেস্কটপ অথবা ল্যাপটপে খুলে রাখতে হয়। এবার এই ক্ষেত্রে দুর্দান্ত একটি ফিচার আনতে চলেছে সংস্থা।

সূত্র মারফত জানা যাচ্ছে, WhatsApp Web-এর এবার মার্ক জুকারবার্গের সংস্থা যুক্ত করতে চলেছে ফটো এডিটিং টুল। এই টুল বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে। অর্থাৎ এই অ্যাপ স্মার্টফোনে যারা ব্যাবহার করেন তারা এই সুবিধা পান। তবে আগামী দিনে এই সুবিধা WhatsApp Web-এর ক্ষেত্রেও যুক্ত হতে চলেছে।

WhatsApp Web-এ এই সুবিধা যুক্ত হলে যারা ডেস্কটপ অথবা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তারা কোন ছবি অথবা ভিডিও পাঠানোর সময় অনায়াসেই এডিট করতে পারবেন। এছাড়াও শীঘ্রই নতুন কিছু ইমোজিও যুক্ত হতে চলেছে। এই অ্যাপের বিটা ভার্সান 2.21.16.10-এ ইতিমধ্যেই এই সকল ইমোজি সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ছবি এডিটিং-এর বিষয়টিও খুব শীঘ্র ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ তাদের প্রাইভেসী পলিসি বদল করার পর তাদের জনপ্রিয়তায় অনেকটাই ভাটা পরে। বহু ব্যবহারকারী নিজেদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে হোয়াটসঅ্যাপ ত্যাগ করেছিলেন। তবে পরবর্তীতে একাধিক রদবদলের পর হোয়াটসঅ্যাপ পুনরায় নিজের জায়গা দখল করেছে। এর পাশাপাশি তাদের নিত্য নতুন ফিচার ব্যবহারকারীদের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠছে।