Kolkata Metro: কলকাতা মেট্রো শহরের পরিবহন ব্যবস্থায় এনেছে এক যুগান্তকারী বিপ্লব। নিমেষের মধ্যে শহরের যেকোন প্রান্তে পৌঁছানো যায়। নিত্যযাত্রীদের পক্ষে বর্তমানে যাতায়াত ব্যবস্থা আগে থেকে অনেক বেশি সহজ হয়েছে। ইস্ট-ওয়েস্ট প্রকল্পে বর্তমানে একদিকে মেট্রো চলছে হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত। কলকাতা মেট্রোতে সবথেকে বড় সমস্যা তৈরি হচ্ছিল শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় আড়াই কিমি এলাকার কাজ নিয়ে। তবে সেই পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠেছে মেট্রো কর্তৃপক্ষ।
নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল সরকারিভাবে ঘোষণা করল, বউবাজার চত্বরে টানেল তৈরির কাজ একেবারেই সহজ ছিল না। টানেল তৈরি করতে বারবার বিপদের সম্মুখীন হতে হচ্ছিল। এমনকি টানেল দিয়ে জল ঢুকে যাচ্ছিল। বিপর্যয়ের আশঙ্কা এখন একেবারেই নেই এবং সেই কারণে খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই মেট্রোর (Kolkata Metro) রুট।
যেসব যাত্রীরা হাওড়া থেকে সেক্টর ফাইভ যাতায়াত করেন তাদের তো এখন সোনায় সোহাগা। কারণ এখন এই রুটে যাতায়াত করা সহজ হয়ে যাবে এই মেট্রোর দৌলতে। মেট্রো (Kolkata Metro) কর্তারা কিছু পরিবর্তন এনেছেন নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর ব্লু লাইনেও। নতুন বছর শহরবাসীর ভালোই কাটবে এমনটাই আশা করা যাচ্ছে।
আরও পড়ুন:Kolkata Metro: দমদমের পরিবর্তে দক্ষিণেশ্বর অবধি মেট্রো চালানোয় কোন নয়া বিপত্তি সামনে আসলো
এর আগে যেসব যাত্রীরা নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যেতেন তাদের খুবই সমস্যা হতো। কারণ এই রুট দিয়ে মেট্রোই (Kolkata Metro) যেত না তবে এখন সেই পরিষেবাও চালু হতে চলেছে। যাত্রীদের আর কোনরকম ভোগান্তি পোহাতে হবে না। কিছু যেত দক্ষিণেশ্বর, কিছু থেমে যেত দমদমে। যাত্রীদের ক্ষেত্রে এরফলে যে সমস্যা সৃষ্টি হচ্ছিল তারই সমাধান হলো। প্রায় ১৮ মিনিট ধরে অপেক্ষা করতে হতো নোয়াপাড়া, বরানগর ও দক্ষিণেশ্বর স্টেশন থেকে মেট্রো পাবার জন্য। এখন থেকে আর যাত্রীদের দীর্ঘক্ষন অপেক্ষা করতে হবে না।
মেট্রো কর্তৃপক্ষ অবশ্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে, সব ট্রেন এখন নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাবে। মেট্রোর এই সিদ্ধান্তে সুবিধা হল নিত্যযাত্রীদের। পাশাপাশি, সোম থেকে শুক্রবার নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর সারা দিনই মেট্রো চলবে ৭ মিনিট অন্তর। মেট্রোর বিভিন্ন জায়গার সমস্যার সমাধান হওয়াতে যাত্রীদের ক্ষেত্রেও সুবিধা হতে চলেছে যাতায়াতে।