New Garia-Ruby Metro: নিউ গড়িয়া-রুবি মেট্রো নিয়ে সুখবর! জেনে নিন কবে হতে পারে উদ্বোধন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতের মধ্যে প্রথম মেট্রো রেল (Metro Rail) পরিষেবা চালু হয়েছিল কলকাতায়। দেখতে দেখতে এখন এই মেট্রো রেল পরিষেবা দেশের অন্যান্য বড় বড় শহরেও পৌঁছে গিয়েছে। দেখতে দেখতে মেট্রো রেল পরিষেবা এখন শহরের লাইফ লাইন হয়ে দাঁড়িয়েছে। রেলের তরফ থেকেও প্রতিনিয়ত নতুন নতুন রুটে মেট্রো রেল পরিষেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে।

কলকাতার বুকে নতুন করে মেট্রো রেল পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে রুটটির কথা না বললেই নয় সেটি হল, নিউ গড়িয়া থেকে রুবি। গত কয়েক বছর ধরেই এই রুটের মেট্রো রেল পরিষেবার (New Garia-Ruby Metro) জন্য অপেক্ষায় বসে রয়েছেন তিলোত্তমার বাসিন্দারা। এমনকি একাধিকবার এখানকার এই মেট্রো পরিষেবা চালু হওয়ার জল্পনা তৈরি হয়েও হয়নি। তবে এবার আশা করা হচ্ছে চালু হয়ে যাবে গুরুত্বপূর্ণ এই রুটের মেট্রো পরিষেবা।

নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো রেল পরিষেবার জন্য সব রকম কাজ সেরে ফেলার পাশাপাশি এক বছর আগে রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র পাওয়া গিয়েছে। এর পাশাপাশি এই মেট্রো রেল পরিষেবা চালু হওয়ার জন্য একাধিকবার সরকারি তৎপরতাও লক্ষ্য করা গিয়েছে। কিন্তু তারপরেও উদ্বোধন না হওয়ায় শহরের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে হতাশা। তবে এবার মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি উদ্বোধনের মুখ দেখবে নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো পরিষেবা।

আরও পড়ুন 👉 Underwater Metro: কানে আসবে ঢেউয়ের আওয়াজ, ঘুরে বেড়াবে মাছ! গঙ্গার নিচের মেট্রো নিয়ে বড় পরিকল্পনা

নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মোট মেট্রো পথের দূরত্ব হলো ৫.৪ কিলোমিটার। ২০২২ সালের ডিসেম্বর মাসে যখন জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো রেল পরিষেবার উদ্বোধন হয়েছিল তখন এই মেট্রো পরিষেবারও উদ্বোধনের জন্য শুরু হয়েছিল তৎপরতা। এরপরই ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে একবারে একটি করে ট্রেন চালানোর জন্য শর্তসাপেক্ষে ছাড়পত্র দিয়েছিল রেলওয়ে সেফটি কমিশনার। এই ছাড়পত্র পাওয়ার পরই স্টেশনগুলিতে কর্মীদের স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু তারপরেও উদ্বোধন হয়নি।

নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো রেল পরিষেবা চালুর বিষয়ে এই মুহূর্তে যা জানা যাচ্ছে তাতে মনে করা হচ্ছে, সামনেই লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তার আগেই উদ্বোধন হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ এই মেট্রো রেল পরিষেবা। এই রুটটিতে রেলওয়ে সেফটি কমিশনার আগে যে ছাড়পত্র দিয়েছিল তার মেয়াদ শেষের দিকে হলেও নতুন করে ছাড়পত্র নিয়ে সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন করে কম সময়ের ব্যবধানে মেট্রো চালানোর বিষয়ে উদ্যোগ নিচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে বিভিন্ন সূত্রে লোকসভা ভোটের আগেই নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো পরিষেবা চালু হওয়ার খবর মিললেও উদ্বোধনের বিষয়টি পুরোপুরিভাবে রেলমন্ত্রকের বিচারাধীন বলেই জানা যাচ্ছে।