When will the metro run from Howrah Maidan to Sector v on the East-West Metro route: নতুন করে বেশ কয়েকটি মেট্রো রেল পথ চালু হয়েছে কলকাতার বুকে, যা কলকাতা শহরের বিভিন্ন এলাকার সাথে সংযোগ ঘটাতে সক্ষম। যাতায়াত এখন খুবই সোজা হয়ে গেছে সাধারণের জন্য। রাজ্য তথা সমগ্র ভারতের বুকে ইতিহাস তৈরি করেছে কলকাতা। প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেলপথ চালু করেছে কলকাতা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেট অব্দি নতুন মেট্রো চলাচল শুরু হয়েছে গঙ্গার নিচ দিয়ে। এর কিছুদিন আগেই শিয়ালদা থেকে সেক্টর ফাইভ অব্দি মেট্রো চালু করা হয়। এবং এই রেল পথটি বেশ প্রশংসনীয় হয়েছে কলকাতাবাসীর কাছে। এখন অপেক্ষা হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ অব্দি মেট্রোরেল (East West Metro Route) চালু হওয়ার।
গত ১৫ই মার্চ থেকে এসপ্ল্যানেড টু হাওড়া ময়দান (East West Metro Route) রুটে বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল শুরু হয়েছে। গঙ্গার নিচ দিয়ে এই মেট্রো রেলটি চলাচল করছে। এটি ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেলপথ। ১৫ই মার্চ তার বাণিজ্যিক যাত্রাপথ শুরু করার সাথে সাথেই সাধারণ মানুষের ভিড় উপড়ে পড়েছে এই অসম্ভবকে সম্ভব করার মতন একটি ঘটনার সাক্ষী থাকার জন্য। এই ইতিহাস রচনার সাক্ষী হতে পেরে আপ্লুত রাজ্যবাসী তার প্রমান সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে।
শিয়ালদা টু এসপ্ল্যানেড মেট্রো রুটটি চালু করা এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি, টানেল বোরিং মেশিন বা টিবিএম এর মাধ্যমে মাটি কাটার সময় বউ বাজারে ধস নামে, আর তার ফলে টানেলটির একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং জল ঢুকে মাটির নিচে কংক্রিটের রাস্তা বন্ধ হয়ে যায়। এখন এই টানেলটির মেরামতির জন্য রেট্রো ফিটিং এর কাজ চলছে।
বউবাজার টানেল বিপর্যয়ের জন্য এসপ্ল্যানেড থেকে শিয়ালদা মেট্রো রুট বন্ধ রাখা হলেও সেক্টর ফাইভ থেকে শিয়ালদা মেট্রো রমরমিয়ে চলছে। মেট্ররেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ওই ট্যানেলটি সারানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আশা করা যায় এই অক্টোবর মাসের মধ্যেই টানেলটিকে সারিয়ে এসপ্ল্যানেট টু শিয়ালদা মেট্রো রুট আবার নতুন করে চালু হবে।
তবে এখন কলকাতাবাসীর নজর সেক্টর ফাইভ টু হাওড়া ময়দান রুটের মেট্রো (East West Metro Route) পরিষেবার দিকে। জানানো হয়েছে যে আগামী নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যেই এই রেলপথে মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে। বড়দিনের আগেই শুরু হতে পারে উত্তর ২৪ পরগনা, কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী এই মেট্রো রেলপথ। সাধারণ মানুষ এখন থেকেই প্রায় দিন গুনছে এই সুখবরটি শোনার জন্য।