Howrah Rail and Metro: টুক করে হাওড়া রেলস্টেশন থেকে যাওয়া যাবে মেট্রো স্টেশন, নয়া উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদন : হাওড়া রেল স্টেশন থেকে এখন কলকাতা যাওয়ার জন্য আর সাধারণ মানুষদের খুব বেশি চিন্তা করতে হয় না। কেননা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চালু হয়ে গিয়েছে মেট্রো পরিষেবা (Metro Rail)। এই পরিষেবা চালু হয়ে যাওয়ার ফলে এখন হাওড়া রেল স্টেশনে যাত্রীরা নেমে সহজেই মেট্রো ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারছেন অথবা কলকাতা থেকে সহজেই হাওড়া আসতে পারছেন।

হাওড়া রেল স্টেশনে নেমে মেট্রো (Howrah Rail and Metro) ধরার জন্য যাত্রীদের পৌঁছাতে হয় হাওড়া মেট্রো স্টেশন। অধিকাংশ যাত্রীরা ট্রেনে নামার পর হেঁটেই মেট্রো স্টেশনের দিকে রওনা দেন। এক্ষেত্রে যারা হেঁটে হাওড়া স্টেশন থেকে হাওড়া মেট্রো স্টেশনের দিকে রওনা দেন তাদের অনেকটাই সময় লাগে। অনেকটা ঘুরে ঘুরে তাদের মেট্রো স্টেশনে পৌঁছাতে হয়।

হাওড়া রেল স্টেশনে নামার পর অনেকটা ঘুরে ঘুরে মেট্রো স্টেশন পৌঁছানোর জন্য যদি ঘড়ির কাঁটার দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে, মোটামুটি ভাবে ২৬ মিনিট সময় লেগে যায়। এবার মেট্রো রেল কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসলো। তাদের তরফ থেকে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে যাতে করে হাওড়া স্টেশনে নামার পরই যাত্রীরা পায়ে হেঁটে টুক করে পৌঁছে যেতে পারেন মেট্রো স্টেশনে। মেট্রো কর্তৃপক্ষের এমন পরিকল্পনার বিষয়ে শুক্রবার জানিয়েছেন জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি।

আরও পড়ুন 👉 Howrah Maidan to Salt Lake Metro: হাওড়া ময়দান থেকে মেট্রোর পর আরও এক সুখবর, সল্টলেক পর্যন্ত পরিষেবা মিলল নতুন আপডেট

মূলত মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে হাওড়া স্টেশন থেকে হাওড়া মেট্রো স্টেশন পৌঁছানোর জন্য সাবওয়ে তৈরীর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তবে এমনি এমনি এই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে তা নয়। এর পিছনে রয়েছে অন্য একটি কারণ। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, গঙ্গার নিচ দিয়ে যাওয়া মেট্রো নিয়ে প্রথম থেকেই সাধারণ মানুষদের মধ্যে চরম উৎসাহ ছিল। সেই উৎসাহের পরিপ্রেক্ষিতেই যাত্রা শুরু হওয়ার প্রথম দিন ৭০ হাজার মানুষ মেট্রোয় চড়েছিলেন। কিন্তু যত দিন যাচ্ছে তত যাত্রীসংখ্যা কমছে। গত বৃহস্পতিবারের হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত ৩ লক্ষ ৪২ হাজার যাত্রী সফর করেছেন। কিন্তু প্রথম দিনের হিসাব অনুযায়ী এই সংখ্যাটা আরও অনেক বেশি হওয়া উচিত ছিল।

মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে মনে করা হচ্ছে, হাওড়া রেল স্টেশন থেকে মেট্রো স্টেশনে যাওয়ার ক্ষেত্রে অসুবিধা থাকার কারণেই এমনটা হতে পারে। আর এই অনুমান থেকেই এবং যাত্রীদের আরও স্বাচ্ছন্দ দেওয়ার জন্যই এমন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলেই যাত্রীরা ট্রেন থেকে হাওড়া স্টেশনে নেমেই টুক করে পৌঁছে যেতে পারবেন হাওড়া মেট্রো স্টেশনে।