নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে যোগাযোগ ব্যবস্থায় মেরুদন্ড হয়ে দাঁড়িয়েছে রেল পরিষেবা (Indian Railways)। এসবের পরিপ্রেক্ষিতে দেশের বিপুল সংখ্যক মানুষ ট্রেনের উপর নির্ভরশীল। বিপুলসংখ্যক মানুষের এই চাহিদা পূরণের জন্যও রেলের তরফ থেকে প্রতিদিন দেশের বিভিন্ন স্টেশন থেকে ১২ হাজারের বেশি ট্রেন চালানো হয়। পাশাপাশি সেই সকল ট্রেনের পরিষেবা যাতে আরও উন্নত করা যায় তার দিকেও নজর দেওয়া হয়।
যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এবার ভারতীয় রেলের তরফ থেকে চালু করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই দেশের ১৮টি রুটে যাতায়াত করছে। তবে এর পাশাপাশি রেলের তরফ থেকে অল্প দূরত্বেও বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro) চালানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, বহু দূরের রেল পথেও বন্দে ভারত চালাবে ভারতীয় রেল।
বহুদূরের রেলপথে বন্দে ভারত চালানোর জন্য সবার প্রথম যা দরকার তা হল স্লিপার কোচ। এবার এই স্লিপার কোচ বন্দে ভারতে যুক্ত করেই রেলের তরফ থেকে যাত্রীদের এই চাহিদাও মেটানো হবে। যাত্রীদের এমন চাহিদা খুব তাড়াতাড়ি মিটতে চলেছে। অন্ততপক্ষে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যা জানিয়েছেন তা থেকে এমনটাই স্পষ্ট।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে স্লিপার কোচ কবে যুক্ত হবে তা সম্পর্কে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা থেকে যা জানা যাচ্ছে তাতে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই আসছে বন্দে ভারতের তিনটি সংস্করণ। বন্দে ভারতের এই তিনটি সংস্করণে থাকবে বন্দে ভারত চেয়ারকার, বন্দে ভারত মেট্রো এবং বন্দে ভারত স্লিপার্স। ১০০ কিলোমিটারের কোন দূরত্বের রাস্তায় চলবে বন্দে ভারত মেট্রো, ১০১ কিলোমিটার থেকে ৫৫০ কিলোমিটার রাস্তায় চলবে বন্দে ভারত চেয়ারকার এবং তার থেকে বেশি দূরত্বের রাস্তায় চলবে বন্দে ভারত স্লিপারস।
এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, “ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF), চেন্নাই ডিসেম্বরের শেষের মধ্যে স্লিপার ভেরিয়েন্ট বন্দে ভারত ট্রেনের জন্য ডিজাইন প্রস্তুত করছে। কয়েকটি ট্রেন ২০২৪ সালের প্রথম দিকেই তৈরি হয়ে যাবে।”