কবে কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোচা! দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হচ্ছে একটি সিস্টেম আর সেই সিস্টেম থেকেই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এই সিস্টেম এবং ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যে আশঙ্কা দেখা দিয়েছে তার উপর কড়া নজরদারি চালাচ্ছে IMD। IMD-র তরফ থেকে একপ্রকার জানিয়ে দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল।

তবে এই ঘূর্ণিঝড় কোন পথে এগিয়ে যাবে অর্থাৎ এর গতিপথ সম্পর্কে এখনো পর্যন্ত IMD কিছু জানায়নি, তারা পরিস্থিতির ওপর নজর রেখে আগামী দিনে জানাবে। IMD-র তরফ থেকে এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে তা না জানালেও বিদেশি একটি হাওয়া অফিসের তরফ থেকে এই ঘূর্ণিঝড় কোথায় আঘাত হানবে তা জানিয়ে দেওয়া হয়েছে।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, এই ঘূর্ণিঝড়ের আঘাত থেকে বেঁচে যেতে পারে পশ্চিমবঙ্গ, তবে শিরে-সংক্রান্তি হতে পারে বাংলাদেশের। ১৩ মে থেকে ১৬ মে এই সময়কালের মধ্যেই বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড় মোচা আছড়ে পড়বে বলে তার অনুমান।

এর পাশাপাশি তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোচার প্রভাবে বাংলাদেশে জলোচ্ছ্বাস হতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম উপকূলবর্তী এলাকায়। এর পাশাপাশি জানানো হয়েছে, যদি এই ঘূর্ণিঝড় স্থলভাগে আঘাত হানতে দেরি করে অর্থাৎ ১৭-১৮ তারিখ লাগিয়ে দেয় তাহলে পরিণতি আরও ভয়ঙ্কর হতে পারে।

কারণ ১৮ মে অমাবস্যা। ঐদিন ঘূর্ণিঝড় স্থলভাগে আঘাত হানলে জলোচ্ছ্বাস ১৫ ফুট পর্যন্ত হতে পারে। এর ফলে উপকূলবর্তী এলাকায় ব্যাপক প্রভাব ফেলবে। যদিও বিদেশি এই হাওয়া অফিসের গবেষকের তরফ থেকে এমনটা জানানো হলেও এই বিষয়ে অর্থাৎ কোথায় আঘাত হানবে তা এখনো পর্যন্ত IMD অথবা বাংলাদেশের হাওয়া অফিসের তরফ থেকে কিছু জানানো হয়নি।