Pool Car App: পুলকারে আপনার সন্তান কোথায়? জানা যাবে একনিমেষে! মেগা অ্যাপ রাজ্যের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Where the child is in Pool Car will be known instantly through the app: বহু শিক্ষার্থী রয়েছে যারা নিজের বাসস্থান থেকে কিছুটা দূরের কোন স্কুলে পড়াশোনা করে কর্ম ব্যস্ত অভিভাবকদের পক্ষে প্রতিদিন সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে আসা এবং সময়মতো ফেরত নিয়ে আসা সম্ভব হয়ে ওঠে না। তাই তাদের ভরসা করতে হয় স্কুল বাস অথবা পুল কারগুলির উপর। ভরসা করেন ঠিকই, কিন্তু নিশ্চিন্ত হতে পারে না। সন্তান বাড়ি থেকে বেরোনোর পর আবার বাড়িতে ফিরে না আসা অব্দি তেমনভাবে কোন খোঁজ খবর পান না অভিভাবকরা। ফলে দুশ্চিন্তায় কেটে যায় সারাটা দিন। এখন থেকে এই বিষয়ে কোন চিন্তা করতে হবে না, পুল কার সম্পর্কিত তথ্য জানা যাবে নতুন অ্যাপে (Pool Car App)।

Advertisements

কিছুদিন আগে পুলকারে শিশু দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। তারপর থেকে শিশুদের সুরক্ষা নিয়ে রীতিমতো চিন্তিত তাদের অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ সকলেই। সন্তান কোথায় আছে? কি পরিস্থিতিতে আছে? তা জানার জন্য বারবার পুলকারের গাড়ি চালককে ফোন করে খবর নিতেন অভিভাবকরা। গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বলতে গিয়ে বিপদের সম্মুখীন হতে হয় ওই পুল কারটিকে। দুর্ঘটনার তদন্তে জানা গেছে শ্যামবাজারে ঘটে যাওয়া পুল কার দুর্ঘটনার সাথে জড়িত গাড়ি চালক ফোনে ব্যস্ত থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান, তিনি একজন শিক্ষার্থীর অভিভাবককে গাড়িটির বর্তমান অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করছিলেন এবং তা করতে গিয়ে অন্যমনস্ক থাকার কারণে ঘটে যায় এই দুর্ঘটনা।

Advertisements

এখন থেকে আর পুল কারের চালককে ফোন করে খোঁজ নেবার প্রয়োজন পড়বে না অভিভাবকদের। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, কলকাতা ও হাওড়া এলাকায় যে সমস্ত পুল কারগুলি চলাচল করে তাদের জন্য নতুন অ্যাপ (Pool Car New App) নিয়ে আসতে চলেছে পরিবহন দপ্তর। নতুন এই অ্যাপটির (Pool Car App) সাহায্যে ঘরে বসে জেনে নেওয়া যাবে নির্দিষ্ট পুল কারটি ঠিক কোথায় রয়েছে। এতে অভিভাবকদের দুশ্চিন্তা অনেকটাই কমবে। কাউকে ফোন করে খোঁজ নেওয়ার প্রয়োজন পড়বে না। নিজেদের ফোনের মাধ্যমেই জেনে যাবেন তাদের সন্তানের বর্তমান অবস্থান। এই অ্যাপের ব্যবহারে দুর্ঘটনা ঘটার পরিমাণও অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন পরিবহন দপ্তর।

Advertisements

আরও পড়ুন ? Bus Location Tracking App: ৬ বছর আগের অ্যাপ ফের আসছে নাম বদলে, দুর্দান্ত সুযোগ পাবেন বাস যাত্রীরা

বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত গাড়িগুলির অবস্থান জানার জন্য ব্যবহার করা হয় ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস। এখন থেকে সেই ডিভাইস ব্যবহার করা হবে পুল কারগুলিতেও (Pool Car App)। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে ইতিমধ্যে পুলিশ, শিক্ষা দপ্তর এবং পুল কার সংগঠনের সাথে কথাও বলেছে পরিবহন দপ্তর। প্রথম দিকে এই অ্যাপের সাহায্যে পুল কারটি ঠিক কোথায় রয়েছে তা ঘরে বসেই জানতে পারবেন অভিভাবকরা। সবকিছু পরিকল্পনার মত এগোলে ১ থেকে ২ মাসের মধ্যেই পুল কারগুলিতে এই নতুন অ্যাপ চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে পরিবহন দপ্তর।

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা ও তার আশপাশের ৪ টি জেলায় অবস্থিত স্কুলগুলির মধ্যে খুব কম সংখ্যক স্কুলেরই নিজস্ব গাড়ি রয়েছে। যে সমস্ত স্কুলের নিজস্ব গাড়ি রয়েছে সেই গাড়িগুলির উপর নজরদারি করার জন্য নিজস্ব অ্যাপ রয়েছে স্কুলগুলির কাছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই স্কুলগুলির কাছে নিজস্ব কোন গাড়ি নেই। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবক সকলকেই ভরসা করতে হয় স্থানীয় পুল কারগুলির উপরে। বর্তমানে কলকাতা সহ ৫ টি জেলা মিলে প্রায় ৬২০০ টি পুল কার রয়েছে। যেখানে প্রতিদিন যাতায়াত করেন ২ লক্ষেরও বেশি শিক্ষার্থী। পুল কারের নতুন এই অ্যাপ (Pool Car App) এই সমস্ত শিশুদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের দুশ্চিন্তা কমাতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।

Advertisements