বিমানে ত্যাগ করা মলমূত্র কোথায় গিয়ে পড়ে? ৯৯% মানুষ জানেন না

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চাকরির বিভিন্ন পরীক্ষায় এমন কিছু প্রশ্ন এসে থাকে যেগুলির উত্তর দিতে রীতিমতো হিমশিম খেতে হয় চাকরিপ্রার্থীদের। অথচ এই সকল সব প্রশ্নের বেশ কিছু প্রশ্ন কিন্তু সাধারণ জ্ঞান (General Knowledge) থেকে তুলে ধরা হয়। আবার সেই রকমই কৌতূহলপূর্ণ বেশ কিছু বিষয়ও আমাদের চোখের সামনে অনবরত ঘটে চলেছে। চোখের সামনে ঘটে চলা এই সকল বিষয়েও জানার জন্য চরম আগ্রহ হয়ে থাকতে দেখা যায় আমজনতাকে।

Advertisements

চোখের সামনে ঘটে যাওয়া এই সকল বেশ কিছু ঘটনার কৌতুহলপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়েই আজ আমাদের এই প্রতিবেদন। যে প্রতিবেদনে একগুচ্ছ প্রশ্ন এবং উত্তরের পাশাপাশি সবচেয়ে কৌতুহলপূর্ণ ঘটনা, বিমানে ত্যাগ করা মলমূত্র কোথায় যায়? তার উত্তরও তুলে ধরা হয়েছে। এই বিষয়টি নিয়ে প্রচুর মানুষের কৌতূহল থাকলেও বলতে দ্বিধা নেই, ৯৯% মানুষই এর উত্তর জানেন না।

Advertisements

১) কোন প্রাণীর জিভের ওজন হাতির থেকেও বেশি?
উত্তর : নীল তিমি।
২) বিশ্বের প্রতিবছর কত মানুষ আত্মহত্যা করেন?
উত্তর : প্রায় ৮ থেকে ১০ লক্ষ।
৩) পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাস কোন দেশ তৈরি করেছিল?
উত্তর : জানলে অবাক হবেন, এটি তৈরি করেছিলেন পাকিস্তানের একজন।
৪) এশিয়া মহাদেশে মোট কয়টি দেশ রয়েছে?
উত্তর : ৪৮ টি।
৫) ভারতের সবথেকে বড় হাইকোর্ট কোনটি?
উত্তর : এলাহাবাদ হাইকোর্ট।

Advertisements

৬) সবচেয়ে বেশি কোন প্রাণীকে মানুষ পোষ্য হিসেবে পালন করে থাকে?
উত্তর : কুকুর।
৭) কোন মহান ব্যক্তিকে এশিয়ার আলো বলা হয়?
উত্তর : গৌতম বুদ্ধ।
৮) বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি?
উত্তর : সমাচার দর্পণ।
৯) কোন প্রাণীর কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায়?
উত্তর : মশা।
১০) লোহা ছাড়া এমন দুটি ধাতুর নাম বলুন যাদের চুম্বক আকর্ষণ করে?
উত্তর : নিকেল এবং কোবাল্ট।

১১) সবচেয়ে বেশি গম উৎপাদন হয় ভারতের কোন রাজ্যে?
উত্তর : উত্তর প্রদেশ।
১২) কোন ঋতুতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কমে যায়?
উত্তর : শীতকাল।
১৩) বিমানে ত্যাগ করা যাত্রীদের মলমূত্র কোথায় গিয়ে পড়ে?
উত্তর : বিমানে যাত্রীরা যে মলমূত্র ত্যাগ করেন তা সরাসরি কোথাও পড়ে যায় না। বর্তমানে ভ্যাকুয়াম টয়লেট রয়েছে। বিমানের টয়লেটে জল ফ্ল্যাশ করার পরিবর্তে ভ্যাকুয়াম সিস্টেমের মাধ্যমে মলমূত্র সরাসরি কমোড থেকে ট্যাঙ্কে চলে যায়। তারপর যখন বিমান ল্যান্ডিং করা হয় তখন ওই ট্যাঙ্ক ফাঁকা করা হয়।
১৪) ইউক্রেনের জাতীয় ফুল কী?
উত্তর : সূর্যমুখী।
১৫) বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি যুদ্ধ করেছে?
উত্তর : ইংল্যান্ড।

Advertisements