Omi Vaidya: কোথায় হারিয়ে গেলেন থ্রি ইডিয়টস সিনেমার চতুর রামালিঙ্গম! এখন তিনি কি করেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Where is gone Chathur Ramalingam aka Omi Vaidya from 3 Idiots: থ্রি ইডিয়ট সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র চতুর রামালিঙ্গাম (Omi Vaidya)। সিনেমার শুরু থেকে শেষ অব্দি র‍্যাঞ্চ ও তার বন্ধুদের পাশাপাশি চতুরের ভূমিকাও দর্শকদের মনে দাগ কেটেছিল। সিনেমায় চতুর ছিল এমন একজন মেধাবী ছাত্র, যে অন্য কাউকে তার থেকে ভালো ফল করতে দেখতে পারতো না। নিজেকেই সবসময় সেরার আসনে বসিয়ে রাখত। ইঞ্জিনিয়ারিং কলেজে একটি অনুষ্ঠানের তার দেওয়া স্পিচ, আজও দর্শকদের মধ্যে চর্চিত। তার বাচনভঙ্গি, কীর্তিকলাপ সবকিছুই দর্শকদের মন কেড়ে নিয়েছিল।

Advertisements

থ্রি ইডিয়েট সিনেমায় চতুর রামালিঙ্গমের ভূমিকায় অভিনয় করেছিলেন ওমি বৈদ্য (Omi Vaidya)। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন আমির খান। সিনেমাটি ২০০৯ সালে প্রকাশিত হবার পর থেকে আজ অব্দি দর্শক মনে একই ভাবে জায়গা করে রেখেছে। প্রতিটি সংলাপ, গান, গল্প সব কিছুই দর্শককে আকর্ষিত করে। বলিউডের চলচ্চিত্র জগতে এটি ওমি বৈদ্যর প্রথম কাজ। আর প্রথম কাজেই দর্শকদের মন জয় করতে সফল তিনি। থ্রি ইডিয়েট থেকে ব্যাপক সফলতা পেলেও, পরবর্তীতে আর কোথাও তেমনভাবে তাঁকে কাজ করতে দেখা যায়নি।

Advertisements

১৯৮২ সালের ১০ই জানুয়ারি ওমি বৈদ্য (Omi Vaidya) আমেরিকায় জন্মগ্রহণ করেন। ৪২ বছর বয়সী ভারতীয় বংশদ্ভুত এই অভিনেতাকে এখনো পর্যন্ত বলিউড চলচ্চিত্র জগতে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। ২০০৯ সালে প্রকাশিত থ্রি ইডিয়েট সিনেমার মধ্যে দিয়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি। এরপর ওমি একাধিক শর্ট ফিল্মের এডিটর হিসেবে কাজ করেন। কাজ করেছেন প্রযোজক হিসেবেও। অনেক বিজ্ঞাপনেও কাজ করতে দেখা যায় তাঁকে।

Advertisements

আরও পড়ুন ? Zubeen Garg: সুপার ডুপার হিট ‘পিয়া রে’ গেয়েও কোথায় হারিয়ে গেলেন জুবিন

থ্রি ইডিয়টস এর পরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ওমি বৈদ্য (Omi Vaidya)। জোড়ি ব্রেকারস, দেশি বয়স, প্লেয়ারস, দিল তো বাচ্চা হে জি ইত্যাদি ছবিতে অভিনয় করতে দেখা যায় তাকে। কিন্তু তাঁর অভিনয় তেমনভাবে মানুষের মনে দাগ কাটতে পারে নি। সাইলেন্সারের মতন আর দ্বিতীয় কোন চরিত্রে তেমনভাবে সারা ফেলতে পারেননি তিনি। তাই বলিউড ধীরে ধীরে তাকে হারিয়ে ফেলতে থাকে।

বলিউডে তেমনভাবে নিজের জায়গা পাকাপোক্ত করতে না পারায়, তিনি আবারও আমেরিকায় ফিরে যান। আপাতত স্ত্রী মিনাল পাটেল ও দুই সন্তানকে নিয়ে আমেরিকাতে স্থায়ীভাবে বাস করছেন ওমি বৈদ্য (Omi Vaidya)। হলিউডের টেলিভিশন জগতে কিছু কাজ করেছেন। দা অফিস, অ্যারেস্টেড ডেভেলপমেন্টের মতন কয়েকটি হলিউড সিরিয়ালে কাজ করতে দেখা গেছে তাঁকে। এছাড়া সেখানকার কমেডিয়ান হিসাবেও কাজ করছেন ওমি বৈদ্য। থ্রি ইডিয়ট সিনেমার সাফল্যের পিছনে সাইলেন্সারের ভূমিকা অনেক, এটা স্বীকার করতেই হবে।

Advertisements